
লুধিয়ানা, ১০ জানুয়ারি (হি.স.): ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত নাম মহিদুল শেখ (৪৭)। তাঁর বাড়ি মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়ার খলিলাবাদ গ্রামে। তিনি পাঞ্জাবের লুধিয়ানায় একটি লোহার কারখানায় কাজ করতেন। শনিবার সকালে কাজে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় গুরুতর জখম হন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর। মহিদুলের দেহ বাড়িতে ফেরানোর তোড়জোড় শুরু করেছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ