পুণে পুরনিগম নির্বাচনে ইস্তাহার প্রকাশ এনসিপি-র দুই গোষ্ঠীর
পুণে, ১০ জানুয়ারি (হি.স.): পুণে পুরনিগমের (পিএমসি) নির্বাচনের জন্য শনিবার ইস্তাহার প্রকাশ করলো এনসিপি-র দুই গোষ্ঠী। তারা যৌথ ভাবে স্বাস্থ্যসেবা, জল সরবরাহ এবং সাশ্রয়ী মূল্যের গণপরিবহণের জন্য বড় পদক্ষেপ করার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য ও জাতীয় পর্যায়
পুণে পুরনিগম নির্বাচনে ইস্তাহার প্রকাশ এনসিপি-র দুই গোষ্ঠীর


পুণে, ১০ জানুয়ারি (হি.স.): পুণে পুরনিগমের (পিএমসি) নির্বাচনের জন্য শনিবার ইস্তাহার প্রকাশ করলো এনসিপি-র দুই গোষ্ঠী। তারা যৌথ ভাবে স্বাস্থ্যসেবা, জল সরবরাহ এবং সাশ্রয়ী মূল্যের গণপরিবহণের জন্য বড় পদক্ষেপ করার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য ও জাতীয় পর্যায়ে রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও এনসিপির দুই গোষ্ঠী পিএমসি নির্বাচনের জন্য জোট বেঁধেছে। তাদের ইস্তাহারে শহর জুড়ে ৩৩টি সড়ক সংযোগ ব্যবস্থা মেরামতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যাতে যানজট কমানো যায় এবং গুরুত্বপূর্ণ রাস্তাগুলি প্রশস্ত করা যায়। পুণেতে প্রায় ৩০ লক্ষ যানবাহন থাকায় এনসিপি নেতারা দাবি করেছেন যে, যানজটের কারণে প্রতি বছর ৭৫০ কোটি টাকার জ্বালানি এবং নাগরিকদের সময় নষ্ট হচ্ছে। তাঁদের মতে, উন্নত গণপরিবহণ ব্যবস্থা আর্থিক ক্ষতি এবং দূষণ উল্লেখযোগ্য ভাবে কমাতে পারে। এনসিপি জোট দুই কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে হাসপাতাল তৈরির প্রতিশ্রুতি দিয়েছে, যাতে মৌলিক চিকিৎসা পরিষেবা সহজেই পাওয়া যায়।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande