জাতীয় ভোটার দিবস পালনের নির্দেশিকা নির্বাচন কমিশনের
কলকাতা, ১০ জানুয়ারি (হি. স. ) : ২৫ জানুয়ারি জাতীয় ভোটার দিবস পালনের জন্য পশ্চিমবঙ্গের জেলা নির্বাচনী অফিসারদের (ডিইও) নির্দেশ দিল নির্বাচন কমিশন। শনিবার অতিরিক্ত মুখ্য নির্বাচনী অফিসার এ ব্যাপারে নির্দেশিকা জারি করেছেন। তাতে লেখা হয়েছে, “কলকাতা
জাতীয় ভোটার দিবস পালনের নির্দেশিকা নির্বাচন কমিশনের


কলকাতা, ১০ জানুয়ারি (হি. স. ) : ২৫ জানুয়ারি জাতীয় ভোটার দিবস পালনের জন্য পশ্চিমবঙ্গের জেলা নির্বাচনী অফিসারদের (ডিইও) নির্দেশ দিল নির্বাচন কমিশন।

শনিবার অতিরিক্ত মুখ্য নির্বাচনী অফিসার এ ব্যাপারে নির্দেশিকা জারি করেছেন। তাতে লেখা হয়েছে, “কলকাতায় ধনধান্যে সভাগৃহে হবে এই উদযাপন। প্রতি জেলায় এসআইআর পর্বে খুব ভাল কাজ দেখিয়েছেন, এমন ২ জন বুথ লেভেল অফিসার (বিএলও) এবং ২ জন অ্যাসিস্টেন্ট ইলেকশন রেজিস্ট্রেশন অফিসারকে (এইআরও) ওই দিন স্বীকৃতি জানানো হবে। বেলা সাড়ে ১২টার মধ্যে যেন ডিইও-রা যেন তাঁদের নিয়ে সভাগৃহে চলে আসেন। জেলা থেকে মনোনীতদের সভাগৃহে যাতায়ত এবং আনুষঙ্গিক ব্যবস্থাদি প্রথা মেনে করবে জেলা প্রশাসন।”

প্রসঙ্গত, ভারতের নির্বাচন কমিশনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রতি বছর ২৫ জানুয়ারি ভারতে প্রতি বছর জাতীয় ভোটার দিবস পালিত হয়। এটি ভারত সরকার উদযাপন করে মূলত ভোটারদের নির্বাচন ব্যবস্থার প্রতি আরও আকর্ষণ, বিশেষ করে তরুণ সম্প্রদায়কে আগ্রহী করতে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande