জম্মুর গ্রীষ্মকালীন অঞ্চলের স্কুলগুলি ১২ জানুয়ারি থেকে খুলছে , শীতকালীন ছুটিতে বাড়তি সময় নয়
জম্মু, ১০ জানুয়ারি (হি.স.): জম্মুর গ্রীষ্মকালীন অঞ্চলের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল নির্ধারিত সময়েই, আগামী ১২ জানুয়ারি থেকে খুলছে। শীতকালীন ছুটি বাড়ানো নিয়ে সামাজিক মাধ্যমে চলা জল্পনার অবসান ঘটিয়ে শনিবার স্পষ্ট জানাল প্রশাসন। শীতকালীন ছুটি বাড়ানো
জম্মুর গ্রীষ্মকালীন অঞ্চলের স্কুলগুলি ১২ জানুয়ারি থেকে খুলছে , শীতকালীন ছুটিতে বাড়তি সময় নয়


জম্মু, ১০ জানুয়ারি (হি.স.): জম্মুর গ্রীষ্মকালীন অঞ্চলের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল নির্ধারিত সময়েই, আগামী ১২ জানুয়ারি থেকে খুলছে। শীতকালীন ছুটি বাড়ানো নিয়ে সামাজিক মাধ্যমে চলা জল্পনার অবসান ঘটিয়ে শনিবার স্পষ্ট জানাল প্রশাসন। শীতকালীন ছুটি বাড়ানোর কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানানো হয়েছে।

এদিন শিক্ষা দফতরের আধিকারিকরা জানিয়েছেন, শিক্ষাকর্মীরা ইতিমধ্যেই দায়িত্ব পালন শুরু করেছেন এবং শনিবার থেকেই স্কুলে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ছাত্রছাত্রীদেরও বর্তমান শিক্ষাবর্ষের ক্যালেন্ডার অনুযায়ী ১২ জানুয়ারি থেকে নিয়মিত ক্লাসে যোগ দেওয়ার কথা বলা হয়েছে।

কর্তৃপক্ষ আরও জানায়, আবহাওয়ার কারণে ছুটি বাড়তে পারে—এই মর্মে সামাজিক মাধ্যমে ছড়ানো খবর সম্পূর্ণ ভিত্তিহীন। অভিভাবক ও ছাত্রছাত্রীদের গুজবে কান না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। আধিকারিকদের বক্তব্য, গ্রীষ্মকালীন অঞ্চলের শিক্ষা কার্যক্রম স্বাভাবিকভাবে পুনরায় চালু করার জন্য প্রয়োজনীয় সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

স্কুল প্রশাসনগুলিকেও নির্ধারিত সময়সূচি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ছাত্রছাত্রীদের ফিরে আসার পর শিক্ষাব্যবস্থা নির্বিঘ্নে চলতে পারে।

শিক্ষা দফতর এও জানিয়েছে, ছুটি বা শিক্ষাক্যালেন্ডারে কোনও পরিবর্তন হলে তা শুধুমাত্র সরকারি ও অনুমোদিত মাধ্যমেই জানানো হবে। একই সঙ্গে সাধারণ মানুষকে গুজব না ছড়ানো ও অযাচাইকৃত তথ্যের ওপর নির্ভর না করার অনুরোধ জানানো হয়েছে।

এই স্পষ্টীকরণের ফলে জম্মুর গ্রীষ্মকালীন অঞ্চলের শীতকালীন ছুটি সরকারি ভাবে নির্ধারিত সময়েই শেষ হচ্ছে এবং শিক্ষা কার্যক্রম স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande