কোনও কেন্দ্রীয় এজেন্সি দিয়েই তৃণমূলকে রোখা যাবে না: অভিষেক
বাঁকুড়া, ১০ জানুয়ারি (হি.স.): বাঁকুড়ার শালতোড়ায় ‘রণ সংকল্প সভা’ থেকে বিজেপিকে শূন্য করার ডাক দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের কড়া বার্তা, ইডি-সিবিআই-ইনকাম ট্যাক্স বা কোনও কেন্দ্রীয় এজেন্সি দিয়েই তৃণমূল
কোনও কেন্দ্রীয় এজেন্সি দিয়েই তৃণমূলকে রোখা যাবে না: অভিষেক


বাঁকুড়া, ১০ জানুয়ারি (হি.স.): বাঁকুড়ার শালতোড়ায় ‘রণ সংকল্প সভা’ থেকে বিজেপিকে শূন্য করার ডাক দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের কড়া বার্তা, ইডি-সিবিআই-ইনকাম ট্যাক্স বা কোনও কেন্দ্রীয় এজেন্সি দিয়েই তৃণমূলকে রোখা যাবে না। অভিষেকের কথায়, যতই ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, কেন্দ্রীয় বাহিনী, নির্বাচন কমিশন লাগান। যত অর্থবল আছে প্রয়োগ করুন। এক দিকে আপনাদের এই সব ক্ষমতা, অন্য দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাংলার মানুষ।

মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকাতে গেলে বিজেপিকে আগে সিপিএমের কাছে প্রশিক্ষণ নেওয়ার পরামর্শ দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার বাঁকুড়ার শালতোড়ার সভায় অভিষেক বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে এখনও সিপিএমের বোমা ও বন্দুকের কাছে মাথা নিচু করে বাংলার মানুষ ও বিজেপিকে বেঁচে থাকতে হত। বিজেপি নেতারা গুজরাট ও দিল্লি থেকে রোজ যাওয়া-আসা করতে পারতেন না। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকাবেন? তিনিই বাংলা থেকে ৩৪ বছরের জগদ্দল পাথর সরিয়েছেন। তাই আগে সিপিএমের থেকে প্রশিক্ষণ নিন। তৃণমূল কর্মীরা মাথা নিচু করতে জানেন না। মেরুদণ্ড বিক্রি করব না। বাংলাই ভারতকে পথ দেখিয়েছিল।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande