এক গাড়িতে তিনটি নম্বর প্লেট! দুর্গাপুরে আটক লরি
দুর্গাপুর, ১০ জানুয়ারি (হি.স.) : একটি লরিতে এক নয়, একেবারে তিনটি নম্বর প্লেট—যার মধ্যে একটি বৈধ ও বাকি দুটি অবৈধ। এমনই চাঞ্চল্যকর ঘটনা সামনে এল দুর্গাপুরে। শনিবার সকালে দুর্গাপুরের সগড়ভাঙা কলোনির গোলপার্ক এলাকায় স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় ওই
এক গাড়িতে তিনটি নম্বর প্লেট! দুর্গাপুরে আটক লরি


দুর্গাপুর, ১০ জানুয়ারি (হি.স.) : একটি লরিতে এক নয়, একেবারে তিনটি নম্বর প্লেট—যার মধ্যে একটি বৈধ ও বাকি দুটি অবৈধ। এমনই চাঞ্চল্যকর ঘটনা সামনে এল দুর্গাপুরে। শনিবার সকালে দুর্গাপুরের সগড়ভাঙা কলোনির গোলপার্ক এলাকায় স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় ওই লরিটি আটক হয়। ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গাপুরের ২৯ নম্বর ওয়ার্ডের গোলপার্ক সংলগ্ন এলাকায় একাধিক কারখানা রয়েছে। বাইরের রাজ্য থেকে নিয়মিত পণ্যবাহী লরি ও ট্রেলার যাতায়াত করে। অভিযোগ, অতিরিক্ত গতি ও বেপরোয়া চালনার কারণে প্রায়শই সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হয়।

শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা লক্ষ্য করেন, একটি লরির চালক গোপনে নম্বর প্লেট খুলে অন্য একটি নম্বর প্লেট লাগাচ্ছেন, যা ভিন রাজ্যের। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় বাসিন্দারা সঙ্গে সঙ্গে চালককে ধরে ফেলেন। উত্তেজিত জনতার হাত থেকে পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত চালককে আটক করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ফাইন্যান্স সংস্থার নজর এড়াতেই লরিটিতে একাধিক নম্বর প্লেট ব্যবহার করা হচ্ছিল বলে অনুমান। খবর পেয়ে কোকওভেন থানার পুলিশ ও মুচিপাড়া সাব-ট্রাফিক বিভাগের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। পরে উত্তেজিত জনতার হাত থেকে চালকসহ লরিটিকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং লরিটির নথিপত্র ও নম্বর প্লেট সংক্রান্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande