নির্বাচনী প্রক্রিয়ায় ‘শৃঙ্খলাহীনতা, অবাধ্যতা’, আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা
মৌসুমী সেনগুপ্ত কলকাতা, ১০ জানুয়ারি (হি . স. ) : রাজ্য সরকার সহকারী নির্বাচনী রেজিস্ট্রেশন অফিসার (এইআরও) মৌসম সরকার পদত্যাগ করায় তাঁকে রাজ্য সরকার ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার (বিডিএমও) হিসেবে নিযুক্ত করেছে। এর প্রতিবাদ জানাল নির্বাচন কম
নির্বাচনী প্রক্রিয়ায় ‘শৃঙ্খলাহীনতা, অবাধ্যতা


মৌসুমী সেনগুপ্ত

কলকাতা, ১০ জানুয়ারি (হি . স. ) : রাজ্য সরকার সহকারী নির্বাচনী রেজিস্ট্রেশন অফিসার (এইআরও) মৌসম সরকার পদত্যাগ করায় তাঁকে রাজ্য সরকার ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার (বিডিএমও) হিসেবে নিযুক্ত করেছে। এর প্রতিবাদ জানাল নির্বাচন কমিশন।

শনিবার রাতে কমিশনের তরফে এক্স বার্তায় জানানো হয়, তাঁর কোনও অভিযোগ থাকলে হাওড়ার ডিইও সহ তাঁর ঊর্ধ্বতন কর্মকর্তাদের যথাযথ মাধ্যমে জানানো উচিত ছিল। একজন ‘গ্রুপ বি’ অফিসার হিসেবে, তিনি ভালোভাবেই জানেন যে তাঁর তথাকথিত পদত্যাগপত্র অর্থহীন।

কমিশনের দাবি, তিনি বদলির দাবি করতে পারতেন অথবা হাওড়ার ডিইও-কে এইআরও হিসেবে অন্য কোনও মনোনীত পদের প্রস্তাব দিতে পারতেন। পুরো ঘটনাটি একটি সাংবিধানিক সংস্থার প্রতি চরম শৃঙ্খলাহীনতা, অবাধ্যতা এবং অসম্মানের প্রতিফলন।

কমিশনের তরফে জানানো হয়েছে, “যেহেতু মৌসম সরকার ১৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ধারা ১৩ গ এবং ১৩ সিসি অনুসারে নির্বাচন কমিশনে সাময়িক দায়িত্বে ছিলেন, নিয়ম অনুসারে তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

রাজ্য নির্বাচনী দফতর থেকে এই সিদ্ধান্তের কথা ভারতের নির্বাচন কমিশন এবং কমিশনের মুখপাত্রকেও জানানো হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande