৩২ গ্রামের বেশি সোনা-সহ দুই পাচারকারী গ্রেফতার
আরারিয়া, ১০ জানুয়ারি (হি.স.): সীমান্তে পাচাররোধে বড় সাফল্য পেল সশস্ত্র সীমা বল (এসএসবি)। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় এসএসবি-র ৫৬ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা দুই সোনা পাচারকারীকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে মোট ৩২.৩৯ গ্রাম সোনার
৩২.৩৯ গ্রাম সোনা-সহ দুই পাচারকারী গ্রেফতার


আরারিয়া, ১০ জানুয়ারি (হি.স.): সীমান্তে পাচাররোধে বড় সাফল্য পেল সশস্ত্র সীমা বল (এসএসবি)। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় এসএসবি-র ৫৬ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা দুই সোনা পাচারকারীকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে মোট ৩২.৩৯ গ্রাম সোনার বিস্কুট উদ্ধার করা হয়েছে, যা জ্যাকেটের বিভিন্ন অংশে লুকিয়ে রাখা ছিল।

শনিবার এসএসবি সূত্রে জানা গেছে, ভারত-নেপাল সীমান্তের বাথনাহা-জোগবাণী রাস্তায় সীমান্ত স্তম্ভ থেকে প্রায় চার কিলোমিটার ভেতরে এই অভিযান চালানো হয়। সশস্ত্র সীমা বলের ৫৬তম ব্যাটালিয়নের দুটি দল একটি বিশেষ যৌথ তল্লাশি অভিযানে সোনার বিস্কুটগুলি উদ্ধার করে।

গ্রেফতার হওয়া দুই অভিযুক্তই বিহারের আরারিয়া জেলার নরপতগঞ্জ ব্লকের খয়রা গড়িয়া গ্রামের বাসিন্দা। তাদের নাম মহম্মদ সাজ্জাদ (৫৮) ও মহম্মদ সমীরউদ্দিন (৩২)।

উদ্ধার হওয়া সোনা-সহ দুই অভিযুক্তকে ফোর্বসগঞ্জ শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সশস্ত্র সীমা বলের এক আধিকারিক।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande