
লুধিয়ানা, ১০ জানুয়ারি (হি.স.): পাঞ্জাবের মাছিওয়াড়া শহরের কাছে ভাটিয়া গ্রামে একটি কারখানার ভিতরে দাঁড় করিয়ে রাখা বদ্ধ ট্রাকের মধ্যে শ্বাসরুদ্ধ হয়ে এক ব্যক্তি ও তাঁর ভাইপোর মৃত্যু হয়েছে। শনিবার পুলিশ জানিয়েছে, মৃতেরা হলেন ট্রাক চালক ছোটু রাম (৪০) এবং তাঁর ভাইপো শ্রী ভগবান (২০)। লুধিয়ানা জেলা থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে একটি তেলের কারখানায় রিফাইন তেল ট্রাকে তুলতে গিয়েছিলেন তাঁরা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, প্রচণ্ড শীত থেকে বাঁচতে তাঁরা ট্রাকের ভিতরে কয়লার আঁচে আগুন জ্বালিয়েছিলেন। বদ্ধ ট্রাকে ধোঁয়ায় অক্সিজেনের অভাব এবং বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে তাঁদের মৃত্যু হয়।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ