
ওরাই, ১০ জানুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের কোঞ্চ তহসিল এলাকার লাউনা গ্রামের ক্ষেতে শনিবার একটি চিতাবাঘ দেখা যাওয়ায় গ্রামে চরম আতঙ্ক ছড়িয়েছে। খবর পেয়ে বন দফতর তল্লাশি অভিযান শুরু করেছে।
বন দফতর সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে কয়েকজন গ্রামবাসী ক্ষেতে চিতাবাঘটি ঘোরাফেরা করতে দেখেন। চিতাবাঘটি আগে থেকেই এলাকায় নিখোঁজ বলে জানা ছিল। ঘটনার পর গ্রামবাসীদের সতর্ক থাকতে বলা হয়েছে। মহিলা ও শিশুদের ঘরের ভিতরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
খবর পেয়ে বন দফতরের বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছে জাল পেতে ও ড্রোনসহ আধুনিক সরঞ্জামের সাহায্যে চিতাবাঘটির অবস্থান শনাক্তের চেষ্টা চালাচ্ছে। বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রামবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান জারি রয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য