বিশ্ব হিন্দি দিবসে শুভেচ্ছা জানালেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ও কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকরী
নয়াদিল্লি, ১০ জানুয়ারি (হি.স.): শনিবার বিশ্ব হিন্দি দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নিতিন গডকরী সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী। এদিন লোকসভার অধ্যক্ষ ওম বিড়ল
বিশ্ব হিন্দি দিবসে শুভেচ্ছা জানালেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ও কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকরী


নয়াদিল্লি, ১০ জানুয়ারি (হি.স.): শনিবার বিশ্ব হিন্দি দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নিতিন গডকরী সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী।

এদিন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা সামাজিক মাধ্যমে এক বার্তায় বলেন, হিন্দি শুধু একটি ভাষা নয়, এটি ভারতের আত্মা, সংবেদনশীলতা ও সাংস্কৃতিক ঐক্যের শক্তিশালী প্রকাশ। দেশের বৈচিত্র্যের মধ্যে সেতুবন্ধন গড়ে তুলতে হিন্দি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকরি বলেন, দেশকে ঐক্যের বন্ধনে বেঁধে রাখা এবং সর্বাধিক ব্যবহৃত ভাষা হিন্দির প্রতি উৎসর্গীকৃত এই দিনে সকলকে শুভেচ্ছা।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, হিন্দি ভারতের আত্মা ও সাংস্কৃতিক ঐক্যের প্রতীক, যা দেশের বৈচিত্র্যের মধ্যেও আবেগের বন্ধন বজায় রেখেছে।

কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান, সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এবং বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিংও বিশ্ব হিন্দি দিবসে হিন্দি ভাষার গুরুত্ব তুলে ধরে দেশবাসীকে শুভেচ্ছা জানান।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande