মেয়েদের অনূর্ধ্ব - ১৫,ওয়ান ডে ট্রফিতে কোয়ার্টার ফাইনালে বাংলা
ত্রিবান্দ্রম, ১০ জানুয়ারি (হি. স.) : মেয়েদের অনূর্ধ্ব - ১৫ ওয়ান ডে ট্রফির কোয়ার্টার ফাইনালে বাংলা। শনিবার ৮ উইকেটের ব্যবধানে তামিলনাড়ুকে হারিয়ে দিয়েছে। কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল বাংলার মেয়েরা। উল্লেখ্য, গতবার চ্যাম্পিয়নদের নজির। ত্রিবান্দ্র
মেয়েদের অনূর্ধ্ব -১৫, বাংলা ও তামিলনাড়ু মুখোমুখি


ত্রিবান্দ্রম, ১০ জানুয়ারি (হি. স.) : মেয়েদের অনূর্ধ্ব - ১৫ ওয়ান ডে ট্রফির কোয়ার্টার ফাইনালে বাংলা। শনিবার ৮ উইকেটের ব্যবধানে তামিলনাড়ুকে হারিয়ে দিয়েছে।

কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল বাংলার মেয়েরা। উল্লেখ্য, গতবার চ্যাম্পিয়নদের নজির। ত্রিবান্দ্রমের স্পোর্টস হাব ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এদিন বিপক্ষ তামিলনাড়ুকে ৮ উইকেটে হারিয়ে চলতি টুর্নামেন্টে একটানা পঞ্চম বার জয় তুলে নিয়েছে। এলিট গ্রুপ 'এ'-র শীর্ষে থেকেই নক-আউটে শেষপর্যন্ত পৌঁছে গেল বাংলা দল।

টসে জিতে বাংলা - তামিলনাড়ুকে ব্যাট করতে ডাকে। এরপর ৩৫ ওভারে তামিলনাড়ু ৯/১২১ রান তোলে। বর্ষা ৩৪ বলে - ২৭ রানে অপরাজিত। সালমা খাতুন ১টি মেডেন - সহ ৭ ওভারে ২৬ রানে তিনটি উইকেট নেয়। দেবস্মিতা কালসা ৭ ওভারে ১৮ রান ও রাধিকা কুমারী ৪ ওভারে ১৬ রানে ২টি করে উইকেট পেয়েছে। প্রত্যূষা দে ১টি মেডেন - সহ ৭ ওভারে ২১ রান দিয়ে একটি উইকেট নিয়েছে।

এর জবাবে ২৮.৫ ওভারে ২/১২৩ রান তুলে অনায়াসে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলা। ওপেনার শাইলা সেনাপতি ৯টি বাউন্ডারি সাহায্যে ৬৯ রানে ও দেবস্মিতা কালসা ৮ রানে অপরাজিত। আদ্রিজা সরকার - ২৩ রান ও স্নেহা মাহাতো - ১৭ রান করে। ধারাণী এমপি ও আসরাঙ্খা এস একটি করে উইকেট নেয়।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande