মহিলা আইপিএল :অবিশ্বাস্য জয় পেল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
মুম্বই, ১০ জানুয়ারি (হি.স.): শেষ চার বলে ১৮ রানের পেল কঠিন সমীকরণ মিলিয়ে দিয়ে দলকে জেতালেন দক্ষিণ আফ্রিকার ন্যাডিন ডি ক্লার্ক। এমন রুদ্ধশ্বাস সমাপ্তির দেখা মিলেছে ভারতের মহিলা প্রিমিয়ার লিগের চতুর্থ আসরের উদ্বোধনী ম্যাচে। গতবারের চ্যাম্পিয়ন মুম্ব
মহিলা আইপিএল :অবিশ্বাস্য জয় পেল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু


মুম্বই, ১০ জানুয়ারি (হি.স.): শেষ চার বলে ১৮ রানের পেল কঠিন সমীকরণ মিলিয়ে দিয়ে দলকে জেতালেন দক্ষিণ আফ্রিকার ন্যাডিন ডি ক্লার্ক।

এমন রুদ্ধশ্বাস সমাপ্তির দেখা মিলেছে ভারতের মহিলা প্রিমিয়ার লিগের চতুর্থ আসরের উদ্বোধনী ম্যাচে। গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সকে ৩ উইকেট হারিয়ে শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরু করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

নভি মুম্বাlইয়ে শুক্রবার রাতে মুম্বই ইন্ডিয়ান্সের দেওয়া ১৫৫ রানের লক্ষ্য তাড়ায় শেষ ওভারে বেঙ্গালুরুর প্রয়োজন ছিল ১৮ রান, হাতে উইকেট ৩টি। এই অবস্থায় দলকে জেতালেন ডি ক্লার্ক।

বীরোচিত ব্যাটিংয়ের আগে বল হাতেও দলের সফলতম বোলার ডি ক্লার্কই। চার ওভারে ২৬ রানে ৪ উইকেট নেন দক্ষিণ আফ্রিকার এই পেস বোলিং অলরাউন্ডার। পরে ৭ চার ও ২ ছক্কায় ৪৪ বলে অপরাজিত ৬৩ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা হয়েছেন তিনি। বোলিং ও ব্যাটিং, দুটিই তার টি-টোয়েন্টি কেরিয়ার সেরা পারফরম্যান্স।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande