বিশ্বজুড়ে বসবাসকারী ভারতীয়দের এক সূত্রে বাঁধতে বিশ্ব হিন্দি দিবস - আর এস বর্মা
প্রয়াগরাজ, ১০ জানুয়ারি (হি.স.):বিশ্বজুড়ে হিন্দি ভাষার প্রসার ও বিদেশে বসবাসকারী ভারতীয়দের একসূত্রে বাঁধার লক্ষ্যেই প্রতি বছর ১০ জানুয়ারি পালিত হয় বিশ্ব হিন্দি দিবস। বিশ্ব হিন্দি দিবস উপলক্ষে এই মন্তব্য করেন উত্তর প্রদেশের প্রাক্তন কমিশনার আর এস বর
বিশ্বজুড়ে বসবাসকারী ভারতীয়দের এক সূত্রে বাঁধতে বিশ্ব হিন্দি দিবস - আর এস বর্মা


প্রয়াগরাজ, ১০ জানুয়ারি (হি.স.):বিশ্বজুড়ে হিন্দি ভাষার প্রসার ও বিদেশে বসবাসকারী ভারতীয়দের একসূত্রে বাঁধার লক্ষ্যেই প্রতি বছর ১০ জানুয়ারি পালিত হয় বিশ্ব হিন্দি দিবস। বিশ্ব হিন্দি দিবস উপলক্ষে এই মন্তব্য করেন উত্তর প্রদেশের প্রাক্তন কমিশনার আর এস বর্মা। তাঁর কথায়, হিন্দি কেবল একটি ভাষা নয়, ভারতীয় পরিচয় ও সংস্কৃতির বাহক।

আর এস বর্মা জানান, প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের আমলে ২০০৬ সালের ১০ জানুয়ারি সরকারিভাবে বিশ্ব হিন্দি দিবস পালনের ঘোষণা করা হয়। এই দিনটির মূল উদ্দেশ্য আন্তর্জাতিক স্তরে হিন্দি ভাষার প্রচার ও প্রসার ঘটানো এবং প্রবাসী ভারতীয়দের সঙ্গে দেশের সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় করা।

তিনি আরও বলেন, হিন্দি এমন একটি ভাষা যা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে বসবাসকারী ভারতীয়দের হৃদয়কে একত্রিত করে। তাই বিশ্ব হিন্দি দিবসের গুরুত্ব দিন দিন আরও বাড়ছে।

প্রসঙ্গত,২০২৬ সালের বিশ্ব হিন্দি দিবসের থিম নির্ধারিত হয়েছে। ‘হিন্দি : প্রথাগত জ্ঞান থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা পর্যন্ত’। এই থিমের মাধ্যমে তুলে ধরা হয়েছে যে, হিন্দি শুধু একটি সমৃদ্ধ সাহিত্য ও সাংস্কৃতিক ভাষাই নয়, আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রেও এর ব্যবহার ক্রমশ বাড়ছে। সরকার ডিজিটাল প্ল্যাটফর্ম, কোডিং এবং নতুন প্রযুক্তির সঙ্গে হিন্দিকে আরও সামঞ্জস্যপূর্ণ করে তুলতে নিরন্তর উদ্যোগ নিচ্ছে।

ভারতে প্রতি বছর ১৪ সেপ্টেম্বর হিন্দি দিবস পালিত হয়, অন্যদিকে ১০ জানুয়ারি পালিত হয় বিশ্ব হিন্দি দিবস। ১৪ সেপ্টেম্বর ১৯৪৯ সালে সংবিধান সভায় হিন্দিকে ভারতের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। সেই সিদ্ধান্তের স্মরণে ১৪ সেপ্টেম্বর হিন্দি দিবস পালন করা হয়।

অন্যদিকে, ১৯৭৫ সালের ১০ জানুয়ারি মহারাষ্ট্রের নাগপুরে প্রথম বিশ্ব হিন্দি সম্মেলনের আয়োজন করা হয়। সেই ঐতিহাসিক সম্মেলনের স্মৃতিতেই ১০ জানুয়ারি বিশ্ব হিন্দি দিবস হিসেবে পালিত হয়।

এখনও পর্যন্ত মরিশাসের পোর্ট লুইস, স্পেন, লন্ডন, নিউ ইয়র্ক, জোহানেসবার্গ সহ ভারতের বিভিন্ন শহরে বিশ্ব হিন্দি সম্মেলনের আয়োজন হয়েছে।

বিশ্ব হিন্দি দিবস উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত ভারতীয় দূতাবাস, বিদেশি বিশ্ববিদ্যালয়ের হিন্দি শিক্ষা কেন্দ্র, দেশের সরকারি দফতর, বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে নানান সাংস্কৃতিক ও ভাষাভিত্তিক কর্মসূচির আয়োজন করা হয়। এই দিনের মাধ্যমে হিন্দি ভাষাকে বিশ্বের প্রতিটি প্রান্তে পৌঁছে দেওয়ার সংকল্প নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande