নকশালবাড়িতে ৫০৪ গ্ৰাম ব্রাউন সুগার সহ গ্ৰেফতার ১ যুবক
নকশালবাড়ি, ১০ জানুয়ারি (হি.স.): কুয়াশাচ্ছন্ন রাতে মাদক হাতবদলের ছক।নকশালবাড়িতে মাদক দিতে এসে ৫০৪ গ্ৰাম ব্রাউন সুগার সহ গ্ৰেফতার ১ যুবক।ধৃতের নাম রমজান আলি ওরফে আব্বাস।মালদার অতিসক্রিয় মাদক কারবারি হিসেবে পরিচিত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মালদা
নকশালবাড়িতে ৫০৪ গ্ৰাম ব্রাউন সুগার সহ গ্ৰেফতার ১ যুবক


নকশালবাড়ি, ১০ জানুয়ারি (হি.স.): কুয়াশাচ্ছন্ন রাতে মাদক হাতবদলের ছক।নকশালবাড়িতে মাদক দিতে এসে ৫০৪ গ্ৰাম ব্রাউন সুগার সহ গ্ৰেফতার ১ যুবক।ধৃতের নাম রমজান আলি ওরফে আব্বাস।মালদার অতিসক্রিয় মাদক কারবারি হিসেবে পরিচিত।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মালদার বাংলাদেশ সীমান্তবর্তী গ্ৰাম থেকে ব্রাউন সুগার নিয়ে নকশালবাড়িতে দেওয়ার ছক কষেছিল ধৃত।নকশালবাড়ি রেলস্টেশন লাগোয়া পুরোনো পেট্রোল পাম্প এলাকায় ঘোরাঘুরি করছিল যুবক।

যুবকের গতিবিধি দেখে সন্দেহ হওয়ায় পুলিশ জিজ্ঞাসাবাদ করলে কথায় অসঙ্গতি মেলে।এরপর তল্লাশি চালিয়ে যুবকের হেফাজতে থেকে ৫০৪ গ্ৰাম ব্রাউন সুগার উদ্ধার হয়। এরপরই মাদক কারবারের অভিযোগে যুবককে গ্রেফতার করে নকশালবাড়ি থানার পুলিশ।গোটা ঘটনার তদন্তে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande