চন্দ্রকোনা রোড পুলিশ ফাঁড়িতে অবস্থানে বসলেন রাজ্যের বিরোধী দলনেতা
চন্দ্রকোণা, ১০ জানুয়ারি (হি. স.) : পুরুলিয়া থেকে কর্মসূচি সেরে ফেরার পথে চন্দ্রকোনা রোডে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর তৃণমূল কর্মী সমর্থকদের আক্রমণের অভিযোগ। এর প্রতিবাদে শনিবার রাতে চন্দ্রকোনা রোড পুলিশ ফাঁড়িতে অবস্থানে বসলেন রাজ্
শুভেন্দু অধিকারী


চন্দ্রকোণা, ১০ জানুয়ারি (হি. স.) :

পুরুলিয়া থেকে কর্মসূচি সেরে ফেরার পথে চন্দ্রকোনা রোডে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর তৃণমূল কর্মী সমর্থকদের আক্রমণের অভিযোগ। এর প্রতিবাদে শনিবার রাতে চন্দ্রকোনা রোড পুলিশ ফাঁড়িতে অবস্থানে বসলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিযুক্তদের গ্রেফতারির দাবি জানিয়ে প্রতিবাদ শুরু করেন তিনি।

জানা গেছে শনিবার রাতে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডের উপর দিয়ে যাচ্ছিল রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়। সেই সময়ে বিজেপি কর্মী-সমর্থকেরা তাঁকে অভ্যর্থনা জানানোর জন্য রাস্তায় জমায়েত করেছিলেন। উল্টোদিকে তৃণমূলের কর্মী-সমর্থকেরা জমায়েত হয়ে তাঁদের ঘিরে ধরে আক্রমণ করেন বলে অভিযোগ।

কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। সঙ্গে সঙ্গেই চন্দ্রকোনা রোড ফাঁড়ির পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও তৃণমূলের কর্মীদের গ্রেফতারির দাবিতে ফাঁড়ির ইনচার্জের রুমের সামনে অবস্থানে বসে পড়েন শুভেন্দু। যতক্ষণ পর্যন্ত না দোষীদেরকে গ্রেফতার করা হবে ততক্ষণ তিনি অবস্থান বিক্ষোভ করবেন বলে জানিয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘সকলের সামনেই সব কিছু হয়েছে। এই রাজ্যে কোনও মহিলা সুরক্ষিত নেই। আজকে তো একজন নির্বাচিত প্রতিনিধির উপরে হামলা করা হলো। বাংলায় জঙ্গলরাজ চলছে। আমাদের দু’টি গাড়ির উপরে হামলা করা হয়েছে।’

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande