
শিলিগুড়ি, ১০ জানুয়ারি (হি.স.) : শিলিগুড়ির ১ নম্বর ওয়ার্ডের রাজেন্দ্র নগর এলাকায় ডাম্পারের ধাক্কায় এক নাবালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের নাম উদিত ঝা (১৩)।
উদিতের কাকা বিপিন ঝা জানিয়েছেন, শনিবার দুপুরে সাইকেল চালিয়ে বাড়ি থেকে বের হওয়ার সময় একটি ডাম্পারের ধাক্কায় উদিত আহত হন। পুলিশের কাছ থেকে খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত হাসপাতালে যান, যেখানে চিকিৎসকরা আহত উদিতকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, উদিত ঝা দেশবন্ধু হিন্দি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। পড়াশোনার পাশাপাশি সে একজন অত্যন্ত প্রতিভাবান ক্রীড়াবিদও ছিল। স্কুল এবং স্থানীয় অসংখ্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল সে এবং বেশ কয়েকবার প্রথম পুরস্কারও জিতেছিল। ডাম্পারটি বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। এই মর্মান্তিক ঘটনার পর রাজেন্দ্র নগর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
হিন্দুস্থান সমাচার / সোনালি