ফতেহাবাদে বন্ধক দেওয়া রুপো ছাড়ানোর নামে লক্ষাধিক টাকার প্রতারণা, আরও দুই অভিযুক্ত গ্রেফতার
ফতেহাবাদ, ১০ জানুয়ারি (হি.স.): বন্ধক রাখা রুপো ছাড়ানোর নামে প্রায় ১৮ লক্ষ ৭৫ হাজার টাকা প্রতারণার ঘটনায় হরিয়ানার ফতেহাবাদের অর্থনৈতিক অপরাধ শাখা (ইকনমিক সেল) আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে। শনিবার অর্থনৈতিক অপরাধ শাখার ফতেহাবাদের দায়িত্বপ্রাপ্ত
ফতেহাবাদে বন্ধক দেওয়া রুপো ছাড়ানোর নামে লক্ষাধিক টাকার প্রতারণা, আরও দুই অভিযুক্ত গ্রেফতার


ফতেহাবাদ, ১০ জানুয়ারি (হি.স.): বন্ধক রাখা রুপো ছাড়ানোর নামে প্রায় ১৮ লক্ষ ৭৫ হাজার টাকা প্রতারণার ঘটনায় হরিয়ানার ফতেহাবাদের অর্থনৈতিক অপরাধ শাখা (ইকনমিক সেল) আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে।

শনিবার অর্থনৈতিক অপরাধ শাখার ফতেহাবাদের দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক জানান, ফতেহাবাদের সোনি মার্কেটে অবস্থিত হর্ষ জুয়েলার্সের স্বত্বাধিকারী রাজু সোনির অভিযোগের ভিত্তিতে এই মামলা রুজু করা হয়। অভিযোগকারী জানান, অভিযুক্ত বনসি লাল রুপো ছাড়ানোর নাম করে বিভিন্ন মাধ্যমে তাঁর কাছ থেকে বিপুল অঙ্কের টাকা গ্রহণ করে রুপো নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর ২০২৫ সালের ২২ নভেম্বর ফতেহাবাদ শহরের অন্তর্গত থানায় মামলা দায়ের করা হয়। তদন্ত চলাকালীন মূল অভিযুক্ত বনসি লালকে আগেই গ্রেফতার করা হয়েছিল।

পরবর্তী তদন্তে পুলিশ আরও দুই অভিযুক্ত—অজয় কুমার ও অনূপ কুমার—কে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চলছে এবং প্রতারিত অর্থ উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি এই ঘটনার সঙ্গে অন্য কেউ যুক্ত রয়েছে কী না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande