
চণ্ডীগড়, ১০ জানুয়ারি (হি.স.) : অমৃতসর থেকে নয়াদিল্লিগামী বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের চাকার মধ্যে লোহার একটি টুকরো আটকে পড়ায় হরিয়ানার সোনিপতে জরুরি ব্রেক কষতে হয়। প্রায় এক ঘণ্টা ট্রেনটি দাঁড়িয়ে থাকে। তবে লোকো পাইলটের দ্রুত পদক্ষেপ ও রেল প্রশাসনের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
শনিবার দুপুর প্রায় ২টা নাগাদ বন্দে ভারত এক্সপ্রেস সোনিপতের সান্দাল কালান রেলস্টেশনের কাছ দিয়ে যাওয়ার সময় হঠাৎ ট্রেনের চাকা থেকে বিকট শব্দ শোনা যেতে থাকে। শব্দ ক্রমশ বাড়তে থাকায় পরিস্থিতি গুরুতর বুঝে লোকো পাইলট হিন্দু গার্লস কলেজের কাছে ট্রেনটি নিরাপদে থামান।
প্রাথমিক তদন্তে জানা যায়, ট্রেনের একটি চাকার মধ্যে লোহার টুকরো আটকে গিয়েছিল। ট্রেন চলার সঙ্গে সঙ্গে ওই টুকরোটি চাকার ভেতরের দিকে সরে যাচ্ছিল, যার ফলে শব্দ আরও তীব্র হচ্ছিল। ট্রেন থামার খবর পেয়ে রেল প্রশাসন দ্রুত জিআরপি ও আরপিএফ-কে সতর্ক করে। সোনিপত রেলস্টেশনের জিআরপি ও আরপিএফ-এর পৃথক দল ঘটনাস্থলে পৌঁছে চাকার বিস্তারিত পরীক্ষা করে। পরে চাকার মধ্যে আটকে থাকা লোহার টুকরোটি বের করে নেওয়া হয়।
জিআরপি থানার ভারপ্রাপ্ত এক আধিকারিক জানান, দুপুর ২টা ৮ মিনিট নাগাদ ট্রেনটি সোনিপত স্টেশনে এসে দাঁড়ায়। প্রায় বিকেল ৩টের সময় সমস্ত প্রযুক্তিগত ও নিরাপত্তা পরীক্ষা সম্পন্ন হওয়ার পর ভন্দে ভারত এক্সপ্রেসকে পুনরায় যাত্রার অনুমতি দেওয়া হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য