
হুগলি, ১০ জানুয়ারি (হি.স.) : হুগলি জেলার তারকেশ্বর থানা এলাকা থেকে শুক্রবার রাতে আগ্নেয়াস্ত্র ও গুলি সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। তার অন্যান্য সহযোগীদের খোঁজে পুলিশ অভিযান চালাচ্ছে।
জানা গেছে, গত বৃহস্পতিবার তিনজন দুষ্কৃতী তারকেশ্বরের চাঁপাডাঙ্গা এলাকায় একটি চায়ের দোকানে ঢুকে দোকানদারকে হুমকি দিয়ে টাকা আদায় করে। পরবর্তীতে, তারা বন্দুক দেখিয়ে ট্রাক চালকের থেকে কয়েক হাজার টাকা ছিনতাই করেছে বলে অভিযোগ রয়েছে। উভয় ঘটনার বিষয়ে শুক্রবার তারকেশ্বর থানায় অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগের ভিত্তিতে, তারকেশ্বর থানা তদন্ত শুরু করে এবং শুক্রবার রাতে আস্তারা চড়কতলা এলাকা থেকে অতনু মাইতি নামে এক যুবককে গ্রেফতার করে। তল্লাশির সময় তার কাছ থেকে একটি পিস্তল এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
পুলিশের মতে, অভিযুক্ত অতনু মাইতির বিরুদ্ধে চুরি ও ডাকাতি সহ বেশ কয়েকটি ফৌজদারি মামলা রয়েছে এবং এর আগেও তাকে গ্রেফতার করা হয়েছিল। তার বাড়ি তারকেশ্বরের নাইটা মালপাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের রানাবাঁধ এলাকায়।
পুলিশ শনিবার অভিযুক্তকে চন্দননগর ম্যাজিস্ট্রেট আদালতে পেশ করে পুলিশ হেফাজতের আবেদন করে।
-
হিন্দুস্থান সমাচার / সোনালি