
রাউরকেলা, ১১ জানুয়ারি (হি.স.): ওড়িশার রাউরকেলায় বিমান দুর্ঘটনার তদন্ত শুরু করেছে এয়ারক্র্যাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি)। রবিবার সংস্থার আধিকারিকেরা ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত বিমানের ছবি তোলেন এবং সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কথা বলেন। ভুবনেশ্বর থেকে শনিবার দুপুরে উড়েছিল বেসরকারি সংস্থার ছোট বিমানটি। বিমানে দু'জন পাইলট-সহ ছ'জন ছিলেন। ওড়ার কিছুক্ষণের মধ্যেই 'মে ডে কল' দেওয়া হয়। দুপুর ১টা ২০ মিনিট নাগাদ রাউরকেলার কানসোর এলাকায় জরুরি অবতরণের চেষ্টা করে বিমানটি ভেঙে পড়ে। ছ'জনই আহত হলেও তাঁদের অবস্থা স্থিতিশীল। তদন্তের জন্য এএআইবি তিন সদস্যের দল গঠন করেছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ