উত্তর গুয়াহাটিতে ইন্টিগ্রেটেড জুডিশিয়াল কমপ্লেক্সের শিলান্যাস প্রধান বিচারপতি সূর্য কান্তের
অনুষ্ঠানে ছিলেন মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শৰ্মা, কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল প্ৰমুখ গুয়াহাটি, ১১ জানুয়ারি (হি.স.) : উত্তর গুয়াহাটির উত্তর তীরে রংমহলে প্রস্তাবিত ইন্টিগ্রেটেড জুডিশিয়াল কমপ্লেক্সের শিলান্যাস করেছেন দেশের প্রধান বিচার
প্ৰস্তাবিত নতুন গৌহাটি হাইকোর্টের শিলান্যাস অনুষ্ঠান


প্রধান বিচারপতি, মুখ্যমন্ত্ৰী, কেন্দ্রীয় আইনমন্ত্রী প্ৰমুখ


প্রস্তাবিত গৌহাটি হাইকোর্ট কমপ্লেক্সের নকশা


অনুষ্ঠানে ছিলেন মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শৰ্মা, কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল প্ৰমুখ

গুয়াহাটি, ১১ জানুয়ারি (হি.স.) : উত্তর গুয়াহাটির উত্তর তীরে রংমহলে প্রস্তাবিত ইন্টিগ্রেটেড জুডিশিয়াল কমপ্লেক্সের শিলান্যাস করেছেন দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত। শিলান্যাস অনুষ্ঠানে অন্যদের সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা, কেন্দ্ৰীয় আইন দফতরের মন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল, অন্যান্য বিচারপতিগণ এবং বিভাগীয় আধিকারিকগণ।

১৪৮ বিঘা বা প্রায় ৪৮ একর জমির ওপর নির্মীয়মাণ প্রস্তাবিত সুসংহত বিচারবিভাগীয় চত্বরকে অত্যাধুনিক ‘জুডিশিয়াল টাউনশিপ’ হিসেবে বর্ণনা করা হচ্ছে। প্রকল্পের প্রথম পর্যায়ে আনুমানিক ৪৭৯ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। এখানে গৌহাটি হাইকোর্ট, জেলা ও দায়রা আদালত, মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত সহ একাধিক সমন্বিত পরিকাঠামো থাকবে। এর লক্ষ্য বিচারপ্রাপ্তির সুযোগ বাড়ানো এবং মামলা নিষ্পত্তির গতি ত্বরান্বিত করা।

প্রধান বিচারপতি সুর্য কান্ত গতকাল শনিবার সন্ধ্যায় গুয়াহাটি এসে পৌঁছেছিলেন। এখানে তাঁর সম্মানে আয়োজন করা হয় সাংস্কৃতিক ও নৈশভোজের অনুষ্ঠান। অনুষ্ঠানে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande