কেরলের পূর্ণাঙ্গ উন্নয়ন বিজেপির লক্ষ্য : অমিত শাহ
তিরুবনন্তপুরম, ১১ জানুয়ারি (হি.স.): কেরলের পূর্ণাঙ্গ উন্নয়ন বিজেপির লক্ষ্য, জোর দিয়ে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার তিরুবনন্তপুরম পৌর কর্পোরেশনে বিজেপির জয় প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, এই বিজয় আমাদের
অমিত শাহ


তিরুবনন্তপুরম, ১১ জানুয়ারি (হি.স.): কেরলের পূর্ণাঙ্গ উন্নয়ন বিজেপির লক্ষ্য, জোর দিয়ে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার তিরুবনন্তপুরম পৌর কর্পোরেশনে বিজেপির জয় প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, এই বিজয় আমাদের লক্ষ্য নয়। বরং আমাদের লক্ষ্য প্রাপ্তি একটি সোপান। আমাদের চূড়ান্ত লক্ষ্য হলো পদ্ম প্রতীকে কেরলে সরকার গঠন করা এবং একজন বিজেপি মুখ্যমন্ত্রীকে ক্ষমতায় আনা। আমাদের লক্ষ্য হলো কেরলের পূর্ণাঙ্গ উন্নয়ন করা। কেরলকে দেশবিরোধী শক্তি থেকে রক্ষা করা। কেরলে শত শত বছর ধরে বিদ্যমান বিশ্বাসের শক্তিকে রক্ষা করা।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, কেরলের মানুষও বিশ্বাস করে, ইউডিএফ এবং এলডিএফ এই তিনটি কাজ করতে পারবে না; একমাত্র নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ-ই তা করতে পারে। নরেন্দ্র মোদী ২০৪৭ সালের মধ্যে এই দেশকে একটি বিকশিত ভারতে পরিণত করার স্বপ্ন দেখেছেন। আমি আজ এখানে কেরলের জনগণকে বলতে এসেছি, একটি বিকশিত ভারতের পথ একটি উন্নত কেরলের মাধ্যমেই যায়।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande