
শ্রীনগর, ১১ জানুয়ারি (হি.স.): জম্মু, কাশ্মীর ও লাদাখ জুড়ে দীর্ঘস্থায়ী শৈত্যপ্রবাহের কারণে জনজীবন প্রভাবিত হয়েছে। প্রবল শীতে এখানকার প্রধান জলাধার, নদী এবং হ্রদগুলো বরফে ঢেকে গেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল শ্রীনগরের বিখ্যাত ডাল লেক, যার একটি বড় অংশ বরফে জমে গিয়ে অনন্য দৃশ্যের সৃষ্টি করেছে।
শৈত্যপ্রবাহ আরও তীব্র হয়েছে কাশ্মীরে। রবিবার আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, শূন্যের নীচে তাপমাত্রা এবং পরিষ্কার রাতের আকাশের কারণে ডাল লেকের বেশ কিছু অংশ-সহ উপত্যকার অন্য জলাধার জমে গিয়েছে। শনিবার রাতে শ্রীনগরের ন্যূনতম তাপমাত্রা ছিল মাইনাস ৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা আগের রাতের মাইনাস ৫.৭ ডিগ্রি সেলসিয়াসের তুলনায় সামান্য বেশি। উল্লেখ্য, প্রতি বছরেই এই সময় ডাল লেকের জল বরফ হয়ে যায়। তবে সেখানে এবারে সতর্ক রয়েছে প্রশাসন। তারা মনে করছে কোনও পর্যটক যেন ডাল লেকে হঠাৎ করে নেমে না পড়েন সেদিকে নজর রাখা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ