এফএ কাপ: এক্সেটারের বিপক্ষে ১০ গোলের জয়ে ম্যান সিটির অভিষেকে গোল করলেন সেমেনিও
ম্যানচেস্টার, ১১ জানুয়ারি (হি.স.): শনিবার এফএ কাপের তৃতীয় রাউন্ডে এক্সেটার সিটিকে ১০-১ গোলে পরাজিত করে ঘানার নতুন ফরোয়ার্ড আন্তোইন সেমেনিও তার ম্যানচেস্টার সিটির অভিষেকে গোল করেন। ইতিহাদ স্টেডিয়ামে সিটির নির্মম প্রদর্শনের দ্বিতীয়ার্ধে সেমেনিও
এফএ কাপ: এক্সেটারের বিপক্ষে ১০ গোলের জয়ে ম্যান সিটির অভিষেকে গোল করলেন সেমেনিও


ম্যানচেস্টার, ১১ জানুয়ারি (হি.স.): শনিবার এফএ কাপের তৃতীয় রাউন্ডে এক্সেটার সিটিকে ১০-১ গোলে পরাজিত করে ঘানার নতুন ফরোয়ার্ড আন্তোইন সেমেনিও তার ম্যানচেস্টার সিটির অভিষেকে গোল করেন।

ইতিহাদ স্টেডিয়ামে সিটির নির্মম প্রদর্শনের দ্বিতীয়ার্ধে সেমেনিও গোল করেন এবং আঘাতে জর্জরিত মিডফিল্ডার রদ্রিও ২০২৪ সালের মে মাসের পর প্রথমবারের মতো গোল করেন।

শুক্রবার ৬৫ মিলিয়ন পাউন্ড মূল্যের বিনিময়ে বোর্নমাউথ থেকে সিটিতে যোগ দেন সেমেনিও এবং পেপ গার্দিওলার দলের সঙ্গে প্রভাব বিস্তারের জন্য সময় নষ্ট না করেই।

লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড এবং টটেনহ্যাম সেমেনিওর প্রতি আগ্রহী অন্যান্য ক্লাবগুলির মধ্যে ছিল, যাদের একটি বাইআউট ক্লজ ছিল যা শনিবার শেষ হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande