শিরোপাধারীদের বিদায় করে ১১৭ বছর আগের স্মৃতি ফেরাল ম্যাকালজফিল্ড
ম্যাকলসফিল্ড, ১১ জানুয়ারি (হি.স.): বিশ্বের সবচেয়ে পুরোনো ফুটবল টুর্নামেন্ট এফএ কাপ। টুর্নামেন্টটির তৃতীয় রাউন্ডে শনিবার ঘরের মাঠে প্যালেসকে ২-১ গোলে হারায় নন-লিগের দল ম‍্যাকালজফিল্ড, যে দলের কোচ প্রাক্তন ইংলিশ তারকা ফুটবলার ওয়েইন রুনির ভাই জন রুনি
শিরোপাধারীদের বিদায় করে ১১৭ বছর আগের স্মৃতি ফেরাল ম্যাকালজফিল্ড


ম্যাকলসফিল্ড, ১১ জানুয়ারি (হি.স.): বিশ্বের সবচেয়ে পুরোনো ফুটবল টুর্নামেন্ট এফএ কাপ। টুর্নামেন্টটির তৃতীয় রাউন্ডে শনিবার ঘরের মাঠে প্যালেসকে ২-১ গোলে হারায় নন-লিগের দল ম‍্যাকালজফিল্ড, যে দলের কোচ প্রাক্তন ইংলিশ তারকা ফুটবলার ওয়েইন রুনির ভাই জন রুনি।

ইংলিশ ফুটবলের ষষ্ঠ স্তরের দল ম‍্যাকালজফিল্ড, ইংলিশ ফুটবল পিরামিডে প্যালেসের চেয়ে যারা ১১৭ ধাপ পিছিয়ে। আর তাদেরই কাছে কি না হেরে বসলো ক্রিস্টাল প্যালেস!

এই জয় ম‍্যাকালজফিল্ডের উল্লেখযোগ্য উত্থানের সবশেষ নজির। দলটিকে পাঁচ বছর আগে ন্যাশনাল লিগ থেকে বহিষ্কার করা হয়েছিল, তাদের মোট ঋণ ছিল ৫ লক্ষ পাউন্ডের বেশি।

এক মাস পরে ক্লাবটি কিনে নেন ব্যবসায়ী রবার্ট স্মেথার্স্ট। ২০২১-২২ মরসুমে নবম স্তরে উঠে আসে ম‍্যাকালজফিল্ড। তারপর থেকে চার মরসুমে তিন ধাপ এগিয়েছে তারা।

অন্যদিকে, প্রিমিয়ার লিগে ২১ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে ক্রিস্টাল প্যালেস। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ৯ ম্যাচেই হেরেছে দলটি।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande