
তিরুবনন্তপুরম, ১১ জানুয়ারি (হি.স.): সমগ্র বিশ্বে কমিউনিস্ট দলগুলি অদৃশ্য হয়ে গেছে এবং আমাদের দেশে কংগ্রেসও বিলীন হয়ে যাচ্ছে। রবিবার কেরলের তিরুবনন্তপুরমে এক অনুষ্ঠানে এই মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। তিনি বলেন, এলডিএফ এবং ইউডিএফ-এর মধ্যেকার আঁতাত, বিপুল সম্ভাবনাময় পরিপূর্ণ এই রাজ্যকে স্থবির করে দিয়েছে, এবং আমাদের কেরল এক অদ্ভুত ধরনের অচলাবস্থার সম্মুখীন হচ্ছে। কিন্তু আমি কেরলের জনগণের কাছে আবেদন জানাতেই এই শ্রমিক সম্মেলনে এসেছি: কেরলের ভবিষ্যতের পথ, তা সে উন্নয়ন হোক, নিরাপত্তা হোক বা আমাদের বিশ্বাসের সুরক্ষা হোক, তা এলডিএফ বা ইউডিএফ-এর মাধ্যমে অর্জন করা সম্ভব নয়। সারা বিশ্ব থেকে কমিউনিস্ট পার্টিগুলো বিলুপ্ত হয়ে গেছে, এবং আমাদের দেশজুড়ে কংগ্রেস দলও বিলীন হয়ে যাচ্ছে। এখন, কেরলের উন্নয়নের পথ একমাত্র নরেন্দ্র মোদীর এনডিএ-র হাতেই রয়েছে। প্রয়োজন হলো বিনয় এবং একটি স্পষ্ট দৃষ্টিভঙ্গি নিয়ে কেরলের মানুষের কাছে যাওয়া।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ