চুরুতে পারদ নামল ১.৩ ডিগ্রি সেলসিয়াসে, কনকনে ঠান্ডা মরু রাজ্যে
চুরু, ১২ জানুয়ারি (হি.স.): কনকনে ঠান্ডায় কাঁপছে মরুরাজ্য রাজস্থান। হু হু করে নামছে তাপমাত্রার পারদ। সোমবার চুরুতে তাপমাত্রার পারদ নেমেছে ১.৩ ডিগ্রি সেলসিয়াসে। শীত এতটাই বেশি যে বরফ জমে গিয়েছে। শুধুমাত্র চুরু নয়, শৈত্যপ্রবাহে জবুথবু অবস্থা রাজস্থা
চুরুতে পারদ নামল ১.৩ ডিগ্রি সেলসিয়াসে, কনকনে ঠান্ডা মরু রাজ্যে


চুরু, ১২ জানুয়ারি (হি.স.): কনকনে ঠান্ডায় কাঁপছে মরুরাজ্য রাজস্থান। হু হু করে নামছে তাপমাত্রার পারদ। সোমবার চুরুতে তাপমাত্রার পারদ নেমেছে ১.৩ ডিগ্রি সেলসিয়াসে। শীত এতটাই বেশি যে বরফ জমে গিয়েছে।

শুধুমাত্র চুরু নয়, শৈত্যপ্রবাহে জবুথবু অবস্থা রাজস্থানের বিভিন্ন জেলাও। জয়সলমের, বিকানের সর্বত্রই হাড়কাঁপানো ঠান্ডা। ভারতীয় আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজস্থানে আগামী কয়েকদিন এমনই ঠান্ডা থাকবে। অনেক স্থানে হিমাঙ্কের কাছাকাছি নেমে যাবে তাপমাত্রা।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande