চূড়ান্ত পর্যায়ে অসঙ্গতি; মিশন ব্যর্থ, তথ্য বিশ্লেষণে ইসরো
নয়াদিল্লি, ১২ জানুয়ারি (হি.স.): নতুন বছরের শুরুতেই বড় ধাক্কা। সোমবার সকাল ১০টা ১৮ মিনিটে পিএসএলভি-সি৬২ রকেটে চেপে মহাকাশে পাড়ি দেয় ১৫টি কৃত্রিম উপগ্রহ। একই সঙ্গে মহাকাশে পাঠানো হয় ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)-এর তৈরি
চূড়ান্ত পর্যায়ে অসঙ্গতি; মিশন ব্যর্থ, তথ্য বিশ্লেষণে ইসরো


নয়াদিল্লি, ১২ জানুয়ারি (হি.স.): নতুন বছরের শুরুতেই বড় ধাক্কা। সোমবার সকাল ১০টা ১৮ মিনিটে পিএসএলভি-সি৬২ রকেটে চেপে মহাকাশে পাড়ি দেয় ১৫টি কৃত্রিম উপগ্রহ। একই সঙ্গে মহাকাশে পাঠানো হয় ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)-এর তৈরি কৃত্রিম উপগ্রহ ‘অন্বেষা’কেও। কিন্তু, ইসরোর এই মিশন ব্যর্থ হয়েছে, কক্ষপথে পৌঁছানোর আগেই 'অন্বেষা' মহাকাশে অদৃশ্য হয়ে যায়।

ইসরো প্রধান ভি নারায়ণন বলেন, আমরা পিএসএলভি-সি৬২/ ইওএস - এন ১ মিশনের চেষ্টা করেছি। পিএসএলভি একটি চার স্তরের যান, যার দু'টি কঠিন পর্যায় এবং দুটি মসৃণ পর্যায় রয়েছে। তৃতীয় পর্যায়ের শেষের দিকে যানটির কর্মক্ষমতা প্রত্যাশানুযায়ী ছিল। তৃতীয় পর্যায়ের শেষের দিকে আমরা যানটিতে আরও বিঘ্ন দেখতে পাচ্ছি। পরবর্তীতে একটি বিচ্যুতি লক্ষ্য করা যাচ্ছে। আমরা তথ্য বিশ্লেষণ করছি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande