সোমবার দিনের শুরুতেই পড়ল শেয়ার বাজার
মুম্বই, ১২ জানুয়ারি (হি.স.): সোমবার দিনের শুরুতেই ফের পড়ল শেয়ার বাজার। ভারতীয় রফতানির উপর আমেরিকার নতুন করে শুল্ক বৃদ্ধির আশঙ্কা এবং ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার জেরেই এই পরিস্থিতি বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। প্রাথমিক লেনদেনে সেনসেক্স ৪৫৫.৩৫ পয়েন্ট
শেয়ার বাজার


মুম্বই, ১২ জানুয়ারি (হি.স.): সোমবার দিনের শুরুতেই ফের পড়ল শেয়ার বাজার। ভারতীয় রফতানির উপর আমেরিকার নতুন করে শুল্ক বৃদ্ধির আশঙ্কা এবং ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার জেরেই এই পরিস্থিতি বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। প্রাথমিক লেনদেনে সেনসেক্স ৪৫৫.৩৫ পয়েন্ট কমে ৮৩,১২০.৮৯-এ নেমে এসেছে। নিফটি ১৩৫.৩৫ পয়েন্ট কমে ২৫,৫৪৭.৯৫-এ রয়েছে। সেনসেক্সের অন্তর্ভুক্ত ভারত ইলেকট্রনিক্স, লার্সেন অ্যান্ড টুব্রো, ইটার্নাল, পাওয়ার গ্রিড, আদানি পোর্টস, ইনফোসিস, রিলায়‍্যান্স ইন্ডাস্ট্রিজ এবং বাজাজ ফাইন্যান্স ছিল সবচেয়ে পিছিয়ে পড়া সংস্থাগুলির মধ্যে অন্যতম। তবে, হিন্দুস্তান ইউনিলিভার, এশিয়ান পেন্টস, অ্যাক্সিস ব্যাঙ্ক এবং স্টেট ব্যাঙ্ক লাভবান সংস্থাগুলির মধ্যে ছিল।

এদিকে, ভেনেজুয়েলায় আমেরিকার হামলার ফলে তৈরি হয়েছে ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা। এর জেরে ডলারের চাহিদা বাড়ায় আরও কমল টাকার দাম। সোমবার সকালে লেনদেনের শুরুতে ৫ পয়সা বেড়ে আমেরিকার ডলারের দাম দাঁড়িয়েছে ৯০.২৩ টাকা। শুক্রবার ডলার বেড়েছিল ২৮ পয়সা, থামে ৯০.১৮ টাকায়।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande