এসবিআইওএ উদ্যোগে ৬০ তম বার্ষিক সাধারণ সভা নজরুল মঞ্চে
কলকাতা, ১১ জানুয়ারি (হি. স.) : স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসার্স আ্যসোসিয়েশন (এসবিআইওএ) বেঙ্গল সার্কেলের উদ্যোগে ৬০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার প্রায় ৪ হাজারের অধিক সদস্য নজরুল মঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানে যোগদান করেন। অনুষ্ঠা
নজরুল মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে


কলকাতা, ১১ জানুয়ারি (হি. স.) : স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসার্স আ্যসোসিয়েশন (এসবিআইওএ) বেঙ্গল সার্কেলের উদ্যোগে ৬০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার প্রায় ৪ হাজারের অধিক সদস্য নজরুল মঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানে যোগদান করেন। অনুষ্ঠানে প্রধান বক্তা - নীরজ কুমার পান্ডা। এদিনের অনুষ্ঠানে তিনি বলেন, গ্রাহক পরিষেবা প্রধান ও প্রথম লক্ষ্য। টানা তিনবার ধারাবাহিকভাবে প্রথম স্থানে রয়েছে। ব্যাঙ্কিং পরিষেবাতে সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতেই, সামনের দিকেই যথারীতি এগিয়ে চলেছে। দেশবাসীর স্বপ্ন পূরণের জন্যে এবং উপযুক্ত দিক নির্দেশ সহ সেই লক্ষ্যে অবিচল। তিনি এদিন আরও বলেন, বিকশিত ভারত - ২০৪৭ এর লক্ষ্যেই উল্লেখ্য, সর্বভারতীয়স্তরে এই মুহূর্তে বিশ্ব ক্রমপর্যায়ে ১৭৮ থেকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ১৬৩ নম্বরে উঠে আসে। এর রেশ টেনে ধরেই রূপম রায় এই প্রসঙ্গে জানান, ৫২ কোটি গ্রাহক রয়েছে। সেইসঙ্গে রয়েছে আড়াই লক্ষের কাছাকাছি অফিসার, ক্ল্যারিক্যাল কর্মী ও সাপোর্ট স্টাফ। সংস্থার সাধারণ সম্পাদক শুভজ্যোতি চট্টোপাধ্যায় এদিনের সভায় - ব্যাঙ্কিং শিল্পের বর্তমান প্রেক্ষাপট ব্যাখা করেছেন। কেন্দ্রীয় সরকারের আগামী পদক্ষেপ ও অফিসার্স আ্যসোসিয়েশনের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। সমগ্র অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রঙ্গনাথ সান্যাল। এছাড়াও উপস্থিত ছিলেন সনাতন মিশ্র, চেতন রাঠৌর, গোপাল কৃষ্ণ প্রমুখ।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande