
কলকাতা, ১২ জানুয়ারি (হি.স.): বাংলাকে বাঁচাতে হলে যুবাদের এগিয়ে আসতে হবে, পশ্চিমবঙ্গের যুবসমাজের কাছে এই আহ্বান জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যুব সমাজের কাছে ভারতকেও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন তিনি।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোমবার সকালে স্বামী বিবেকানন্দের ১৬৪-তম জন্মবার্ষিকী উপলক্ষে কলকাতার রামকৃষ্ণ মিশন, স্বামী বিবেকানন্দের পৈতৃক বাড়ি ও সাংস্কৃতিক কেন্দ্রে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
বিরোধী দলনেতা বলেন, আমি স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানাতে এখানে এসেছি। তিনি আমাদের আদর্শ এবং তিনি স্পষ্টভাবে বলেছিলেন, আমাদের গর্বের সঙ্গে বলা উচিত আমরা হিন্দু। একজন হিন্দু হিসেবে আমি এখানে এসে স্বামী বিবেকানন্দকে আমার শ্রদ্ধা ও প্রণাম জানাই। বাংলা রক্ষা করতে এবং ভারতকে শক্তিশালী করতে যুবকদের এগিয়ে আসা উচিত।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ