স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা, পদযাত্রায় শুভেন্দু অধিকারী
কলকাতা, ১২ জানুয়ারি (হি স): স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধাজ্ঞাপন এবং জাতীয় যুব দিবস উপলক্ষে পদযাত্রায় বার হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার তিনি তাঁর পদযাত্রা ও শ্রদ্ধাজ্ঞাপনের ভিডিয়ো ও একগুচ্ছ ছবি-সহ এক্সবার্তায় লিখেছেন, “আধুনিক ভারতের আ
স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা, পদযাত্রায় শুভেন্দু অধিকারী


কলকাতা, ১২ জানুয়ারি (হি স): স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধাজ্ঞাপন এবং জাতীয় যুব দিবস উপলক্ষে পদযাত্রায় বার হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সোমবার তিনি তাঁর পদযাত্রা ও শ্রদ্ধাজ্ঞাপনের ভিডিয়ো ও একগুচ্ছ ছবি-সহ এক্সবার্তায় লিখেছেন, “আধুনিক ভারতের আধ্যাত্মিক জাগরণকারী এবং বিশ্বজুড়ে সম্মানিত কালজয়ী যুব প্রতীক স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীর শুভ উপলক্ষে, কলকাতার সিমলা স্ট্রিটে তাঁর পৈতৃক বাড়িতে আমি তাঁকে শ্রদ্ধাঞ্জলি জানাই।”

এই সঙ্গে ফেসবুকে পোস্টে লিখেছেন, “আধ্যাত্মিক চেতনার প্রাণপুরুষ, যুব সমাজের পথপ্রদর্শক, বিশ্ববরেণ্য বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি।”

পৃথক পোস্টে লিখেছেন, “জাতীয় যুব দিবস প্রতিবছর পালিত হয় স্বামী বিবেকানন্দের আদর্শ ও ভাবনাকে সম্মান জানাতে। দেশের যুব সম্প্রদায়ের দৃঢ় সংকল্পই ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূর্ণ করতে সাহায্য করবে।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande