
খড়গপুর, ১২ জানুয়ারি (হি. স.) : খড়গপুরের মালঞ্চ রোড স্থিত 'প্রজাপতি ভবন'-এ সাই আর্ট একাডেমি আয়োজিত ২০২৬ সালের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান হলো। বছরব্যাপী আয়োজিত বিভিন্ন অঙ্কন প্রতিযোগিতার সফল খুদে শিল্পীদের রবিবার সন্ধ্যায় এই বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কৃত করা হয়।
এবারের অনুষ্ঠানের অন্যতম বিশেষত্ব ছিল শিল্পকলার সঙ্গে সমাজসেবার সমন্বয়। শিশুদের উৎসাহিত করতে পুরস্কার তুলে দেন সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ। সমগ্র আয়োজনে পার্বতী চ্যারিটেবল ট্রাস্ট, পিএনকে পরিষদ এবং ‘মানা খড়গপুর’-এর সক্রিয় সহযোগিতা লক্ষ্য করা গেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খড়গপুর টাউন থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রতিভা হালদার এবং সহকারী উপ-পরিদর্শক অজিজা খাতুন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: জেভিয়ার ওকে ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল ডি. হেমলতা।
বক্তব্য রাখতে গিয়ে অনুষ্ঠানে উপস্থিত প্রবীণ সঙ্গীত শিক্ষক প্রহ্লাদ ব্যানার্জি বলেন, শিল্পচর্চা শিশুদের মধ্যে সংবেদনশীলতা বৃদ্ধি করে এবং তাদের ব্যক্তিত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শহরের অনেক প্রবীণ শিক্ষকের উপস্থিতি শিক্ষার্থীদের মনে নতুন উদ্দীপনা জোগায়।
সাই আর্ট একাডেমির অধ্যক্ষ ও সভাপতি কে. শিব কুমার নিজের এই সাফল্যের সমস্ত কৃতিত্ব তাঁর বাবা-মাকে উৎসর্গ করেন এবং তাঁদের মঞ্চে সম্মানিত করেন। সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত নিপুণভাবে সঞ্চালনা করেন বিশিষ্ট সমাজকর্মী ও সাংবাদিক অভিমন্যু গুপ্তা। তাঁর এই দক্ষতার স্বীকৃতিস্বরূপ তাঁকে ‘খড়গপুর বিশিষ্ট সম্মান’-এ ভূষিত করা হয়েছে।
শহরের সাংস্কৃতিক পরিমণ্ডলে সাই আর্ট একাডেমির এই উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি