
কলকাতা, ১২ জানুয়ারি (হি. স.) : কলকাতা হাই কোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন বিচারপতি সুজয় পাল। সোমবার তিনি এই গুরুত্বপূর্ণ পদের দায়িত্বভার গ্রহণ করেন। উল্লেখ্য, গত ৯ জানুয়ারি সুপ্রিম কোর্ট কলেজিয়ামের বৈঠকে তাঁর নাম চূড়ান্তভাবে অনুমোদিত হয়। এর আগে তিনি কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন।
প্রসঙ্গত, ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে কলকাতা হাই কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের অবসরের পর পদটি শূন্য হয়। এরপর বিচারপতি সৌমেন সেনকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি করা হয়েছিল। পরবর্তীতে বিচারপতি সেন মেঘালয় হাই কোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্বভার পাওয়ায়, বিচারপতি সুজয় পাল কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পান। এবার তাঁকে পূর্ণকালীন প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করা হলো।
তিনি মধ্যপ্রদেশে জন্মগ্রহণ করেন এবং বড় হয়ে ওঠেন। জব্বলপুরের বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষ করার পর তিনি এলএলবি ডিগ্রি অর্জন করেন। দীর্ঘ সময় আইনজীবী হিসেবে প্র্যাকটিস করার পর ২০১১ সালে তিনি মধ্যপ্রদেশ হাই কোর্টের বিচারপতি নিযুক্ত হন। মধ্যপ্রদেশ হাই কোর্টে সফলভাবে বিচারবিভাগীয় দায়িত্ব পালনের পর ২০২৫ সালের জুলাই মাসে তিনি কলকাতা হাই কোর্টে আসেন।
বিচারপতি সুজয় পাল তাঁর দীর্ঘ বিচারবিভাগীয় অভিজ্ঞতা এবং প্রশাসনিক দক্ষতার জন্য পরিচিত। তাঁর সুযোগ্য নেতৃত্বে কলকাতা হাইকোর্টের বিচারব্যবস্থা আরও গতিশীল এবং কার্যকর হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছে আইনজীবী মহল।
হিন্দুস্থান সমাচার / সোনালি