অস্ত্রোপচারের আগে প্রসূতির মৃত্যু, উত্তেজনা চাঁচল হাসপাতালে
মালদা, ১২ জানুয়ারি (হি.স.): অস্ত্রোপচারের আগেই এক প্রসূতির মৃত্যুর পর গাফিলতির অভিযোগকে ঘিরে উত্তেজনা ছড়াল। মালদার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে সোমবার দুপুরের ঘটনা। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। ঘটনার জেরে কয়েকজনকে আটক করা হয়েছে বলে পুলিশ
অস্ত্রোপচারের আগে প্রসূতির মৃত্যু, উত্তেজনা চাঁচল হাসপাতালে


মালদা, ১২ জানুয়ারি (হি.স.): অস্ত্রোপচারের আগেই এক প্রসূতির মৃত্যুর পর গাফিলতির অভিযোগকে ঘিরে উত্তেজনা ছড়াল।

মালদার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে সোমবার দুপুরের ঘটনা। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। ঘটনার জেরে কয়েকজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, শাহানাজ খাতুন নামে ওই প্রসূতিকে এদিন অস্ত্রোপচারের জন্য নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। এরপরেই উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। পুলিশ গিয়ে অন্য প্রসূতিদের বাইরে বের করে দেয়। গাফিলতির অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande