
নয়াদিল্লি, ১২ জানুয়ারি (হি. স.) :সোমবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দিল্লি এইমসে ভর্তি করা হল দেশের প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরকে ।
হাসপাতাল সূত্রের খবর, গত সপ্তাহান্তে দু’বার জ্ঞান হারিয়েছিলেন ৭৪ বছর বয়সি ধনকর। এদিন তাঁকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ভর্তির পরামর্শ দেন।
সূত্রের খবর, গত ১০ জানুয়ারি অর্থাৎ শনিবার বাড়িতেই দু’বার সংজ্ঞাহীন হয়ে পড়েছিলেন তিনি। শৌচালয়ে যাওয়ার সময় তাঁর এই ‘ব্ল্যাকআউট’ বা অচেতন হওয়ার ঘটনাটি ঘটে। এর আগেও কেরালা, উত্তরাখণ্ড এবং কচ্ছের রণ সহ বেশ কিছু প্রকাশ্য অনুষ্ঠানে তিনি একইভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন বলে জানা গিয়েছে। তাঁর শারীরিক অবস্থার সঠিক কারণ জানতে চিকিৎসকরা তাঁর এমআরআই করানোর সিদ্ধান্ত নিয়েছেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল বর্তমানে তাঁর পর্যবেক্ষণের দায়িত্বে রয়েছেন। তাঁর দ্রুত আরোগ্য কামনায় সরব হয়েছেন অনুগামীরা।
হিন্দুস্থান সমাচার / সোনালি