
আইজল, ১২ জানুয়ারি (হি.স.) : আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মিজোরাম বিধানসভার বাজেট অধিবেশন।
আজ সোমবার (১২ জানুয়ারি) রাজ্য বিধানসভা সচিবালয়ের অতিরিক্ত সচিব লালথাংমাওয়িয়া এ খবর দিয়ে জানান, ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশের তারিখ সহ অধিবেশনের বিস্তারিত সূচি বিধানসভার বিজনেস অ্যাডভাইসরি কমিটি চূড়ান্ত করবে।
বিধানসভা সচিবালয়ের অতিরিক্ত সচিব আরও জানান, স্পিকার লালবিয়াকজামার পৌরোহিত্যে গঠিত বিজনেস অ্যাডভাইসরি কমিটি এখনও বৈঠকে বসেনি। তিনি আরও বলেন, অধিবেশনে কতগুলি সরকারি কাজকর্ম আলোচ্য থাকবে তার ওপর ভিত্তি করেই অধিবেশনের সময়কাল নির্ধারণ করা হবে।
প্রসঙ্গত, ২০২৩ সালের ডিসেম্বরে মুখ্যমন্ত্রী লালদুহোমার নেতৃত্বে জোরাম পিপলস মুভমেন্ট (জেডপিএম) সরকার ক্ষমতায় আসার পর এটি হবে নবম মিজোরাম বিধানসভার ষষ্ঠ অধিবেশন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস