
কলকাতা ১২ জানুয়ারি (হি. স.) : স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী ও জাতীয় যুব দিবস উপলক্ষে আর্তমানবতার সেবায় এগিয়ে এল 'ড. নিখিল প্রসূন ফাউন্ডেশন'। সোমবার বেলুড় স্টেশন সংলগ্ন বিধানপল্লী এলাকায় ওই সংস্থার উদ্যোগে একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। সকাল থেকেই এলাকার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ভিড় লক্ষ্য করা গেছে এই শিবিরে।
এদিনের শিবিরে শুধুমাত্র সাধারণ স্বাস্থ্য পরীক্ষাই নয়, সেই সঙ্গে ছিল আরও নানা ব্যবস্থা, সাধারণ মানুষের চোখের সমস্যার পরীক্ষা ও পরামর্শ দেওয়া হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোগীদের হাতে প্রয়োজনীয় ওষুধ তুলে দেওয়া হয়। শিশু থেকে শুরু করে প্রবীণ নাগরিক— সব বয়সের মানুষই এই শিবিরের মাধ্যমে উপকৃত হয়েছেন। বিশেষ করে আর্থিক অস্বচ্ছলতার কারণে যারা নিয়মিত চিকিৎসা করাতে পারেন না, তাঁদের জন্য এই সুযোগ ছিল অত্যন্ত আশীর্বাদের মতো।
সমগ্র চিকিৎসা শিবিরটি পরিচালিত হয়েছে বিশিষ্ট নিউরোলজিস্ট ড. নিখিল প্রসূন-এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে। স্বামীজীর ‘শিবজ্ঞানে জীবসেবা’র আদর্শে অনুপ্রাণিত হয়েই এই শিবিরের আয়োজন বলে জানিয়েছেন তিনি।
“স্বামী বিবেকানন্দের আদর্শ অনুসরণ করেই সমাজের সাধারণ মানুষের পাশে দাঁড়ানো আমাদের এই শিবিরের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও আমরা এই ধরনের সামাজিক ও চিকিৎসামূলক কর্মসূচি জারি রাখব।”
বিধানপল্লীর বাসিন্দারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাঁদের মতে, ঘরের কাছে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও বিনামূল্যে ওষুধ পাওয়ায় তাঁরা অনেকটাই স্বস্তিতে। আয়োজক সংস্থার পক্ষ থেকেও জানানো হয়েছে যে, আগামী দিনেও মানবকল্যাণমূলক নানা কাজের মাধ্যমে তাঁরা সমাজের পাশে থাকার পরিকল্পনা নিয়েছেন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত