আসাম পুলিশের জওয়ান-খুনে জড়িত অভিযোগে দুজনকে গ্রেফতার ডিমা হাসাও পুলিশের
হাফলং (অসম), ১২ জানুয়ারি (হি.স.) : ২৩ নম্বর আসাম পুলিশ ব্যাটালিয়ানের জওয়ান সেইমিংহাও লুংহামকে খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ডিমা হাসাও পুলিশ আজ সোমবার দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশ দুই খুনিকে গ্রেফতার করার পাশাপাশি একটি কাঠের টুকরোও উদ্ধার
আসাম পুলিশের জওয়ান-খুনে জড়িত অভিযোগে দুজনকে গ্রেফতার ডিমা হাসাও পুলিশের


হাফলং (অসম), ১২ জানুয়ারি (হি.স.) : ২৩ নম্বর আসাম পুলিশ ব্যাটালিয়ানের জওয়ান সেইমিংহাও লুংহামকে খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ডিমা হাসাও পুলিশ আজ সোমবার দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে।

পুলিশ দুই খুনিকে গ্রেফতার করার পাশাপাশি একটি কাঠের টুকরোও উদ্ধার করেছে। পুলিশের তদন্তকারী আধিকারিকের সন্দেহ, এই কাঠের টুকরো দিয়ে আঘাত করে আসাম পুলিশ ব্যাটালিয়ানের জওয়ান সেইমিংহাও লুংহামকে খুন করা হয়েছিল। তবে পুলিশ তদন্তের স্বার্থে দুই হত্যাকারীর পরিচয় এখনও জানায়নি। পুলিশ গ্রেফতারকৃত দুই ব্যক্তিকে জেরা অব্যাহত রেখেছে।

উল্লেখ্য, ডিমা হাসাও জেলার মাহুর থানার অন্তর্গত মাহুর ২৭ নম্বর জাতীয় সড়কের পাশে গত ২৭ ডিসেম্বর ২৩ নম্বর আসাম পুলিশ ব্যাটালিয়নের জওয়ান সেইমিংহাও লুংহামের মৃতদেহ উদ্ধার হয়েছিল। অভিযোগ ছিল, আসাম পুলিশ ব্যাটালিয়নের জওয়ান সেইমিংহাওকে খুন করে জাতীয় সড়কের পাশে ফেলে দেওয়া হয়েছিল।

এদিকে পুলিশ যখন সেইমিংহাওয়ের মৃতদেহ উদ্ধার করে তখন তাঁর মাথায় আঘাতের চিহ্ন স্পষ্ট ছিল। তার পর পুলিশ এই ঘটনার তদন্তে নেমে আজ লুংহামের হত্যার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে গ্রেফতার করেছে।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande