বিজেপির পাশে থাকার অঙ্গীকার পাথারকান্দির হাতিরগুলবাসী সংখ্যালঘুদের
পাথারকান্দি (অসম), ১২ জানুয়ারি (হি.স.) : চলতি বছর, ২৬-এর বিধানসভা নির্বাচনে শাসক দল বিজেপির পাশে থাকার অঙ্গীকার করেছেন শ্রীভূমি জেলান্তর্গত পাথারকান্দি নির্বাচন কেন্দ্র এলাকার হাতিরগুল গ্রামের সংখ্যালঘুভুক্ত জনতা। আজ সোমবার পাথারকান্দি নির্বাচন কে
বক্তব্য পেশ করছেন জনৈক সংখ্যালঘু নেতা


পাথারকান্দি (অসম), ১২ জানুয়ারি (হি.স.) : চলতি বছর, ২৬-এর বিধানসভা নির্বাচনে শাসক দল বিজেপির পাশে থাকার অঙ্গীকার করেছেন শ্রীভূমি জেলান্তর্গত পাথারকান্দি নির্বাচন কেন্দ্র এলাকার হাতিরগুল গ্রামের সংখ্যালঘুভুক্ত জনতা।

আজ সোমবার পাথারকান্দি নির্বাচন কেন্দ্রের অধীন লক্ষ্মীপুর-বিলবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হাতিরগুল গ্রামে তিন শতাধিকে বেশি সংখ্যালঘু হিতাধিকারী সম্মেলনে দলীয় কার্যকর্তাদের ঘরে ঘরে গিয়ে ডাবল ইঞ্জিন সরকারের নানা জনকল্যাণমূলক প্রকল্পের তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান বিজেপির শ্রীভুমি জেলার সংখ্যালঘু মোর্চার সভাপতি আব্দুল মান্নান।

রাজ্যে ও কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন সরকারের উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডে আকৃষ্ট হয়ে আগামী নির্বাচনে বৃহত্তর নিৰ্বাচন এলাকা থেকে দলীয় প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার সংকল্পবদ্ধ হওয়ার আহ্বান জানান আব্দুল মান্নান। এছাড়া, ‘অসমের সুরক্ষা বিজেপির প্রতিজ্ঞা’ সংকল্পকে মূল আদর্শ মেনে কাজ করার পরামর্শ দেন আব্দুল।

তিনি বলেন, এই দলের নেতৃত্বে কেন্দ্রে ও রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার চলছে। উভয় সরকার মিলে অসমকে উন্নয়নের চরম শিখরে পৌঁছে দেওয়ার কাজ করছে। তাই আসন্ন নির্বাচন অসমের অস্তিত্বকে টিকিয়ে রাখার লড়াই। পাশাপাশি দেশের ঐক্যতা, অখণ্ডতাকে প্রহারকারী অপশক্তিদের মোক্ষম জবাব দিতে হবে এই নির্বাচনে জয়ের মাধ্যমে।

পাথারকান্দির বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের কর্মতৎপরতার প্রশংসা করে তিনি বলেন, তাঁর বলিষ্ঠ নেতৃত্বে আজ গোটা বিধানসভা এলাকায় উন্নয়নের বিজয়রথ এগিয়ে চলছে।

আজকের সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাথারকান্দি বিজেপি মণ্ডল সভাপতি শশীবাবু সিনহা, মণ্ডল সম্পাদিকা সোহানা বেগম, পাথারকান্দি মণ্ডল বিজেপি সংখ্যালঘু মোর্চার সভাপতি মর্তুজা হোসাইন, সংখ্যালঘু মোর্চা মণ্ডল প্রভারী নুরুল হক, সহ-সভাপতি আবুল হুসেন, মণ্ডল কোষাধ্যক্ষ কুমার নব সিনহা, সম্পাদক দিলীপ পাল সহ বিজেপির বিভিন্ন স্তরের পদাধিকারীগণ।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande