
হাইলাকান্দি (অসম), ১২ জানুয়ারি (হি.স.) : মকর সংক্রান্তি ও মাঘ বিহু উপলক্ষ্যে হাইলাকান্দির বাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর বাজারমূল্য নিয়ন্ত্রণে রাখতে আজ সোমবার সার্কল লেভেল টাস্ক ফোর্স-এর সদস্যরা হাইলাকান্দি বাজারে যৌথ পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় মাছ বাজারের মূল্য খতিয়ে দেখা হয়। মাছ বিক্রেতাদের হাইলাকান্দির জেলা মৎস্য উন্নয়ন আধিকারিক কর্তৃক প্রকাশিত মূল্য তালিকা মেনে চলতে এবং মাছ স্বাভাবিক বাজার মূল্যে বিক্রি করতে নির্দেশ দেওয়া হয়, যাতে মূল্যবৃদ্ধি না হয়। বিক্রেতাদের জানানো হয়েছে, উৎসবের সময় অতিরিক্ত মূল্যে মাছ বিক্রয় করলে প্রশাসন সংশ্লিষ্ট বিক্রেতাকে রেয়াত করবে না।
টাস্ক ফোর্সের দল বাজারে অবস্থিত মাংসের দোকান, সবজি এবং মুদি দোকানগুলিও পরিদর্শন করেছে। সব দোকানদারকে পণ্যের ন্যায্য ও স্বাভাবিক মূল্য বজায় রাখতে এবং উৎসবের সময় কোনও অতিরিক্ত ব্যবসায়িক মুনাফা এড়িয়ে চলতে নির্দেশ দেওয়া হয়। সামগ্রিকভাবে, বাজারের পরিস্থিতি সন্তোষজনক পাওয়া গেছে বলে টাস্ক ফোর্স থেকে জানানো হয়েছে। ব্যবসায়ীরা মাঘ বিহু এবং সংক্রান্তি উৎসবের সময় সাধারণ মানুষের স্বার্থে ন্যায্য মূল্য শৃঙ্খলা বজায় রাখতে সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
হাইলাকান্দির সার্কল অফিসারের নেতৃত্বে গঠিত ট্রাস্ট ফোর্সে সরবরাহ বিভাগের আধিকারিক সহ মৎস্য উন্নয়ন, ভেটেরিনারি বিভাগের আধিকারিকরা ছিলেন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস