
মুর্শিদাবাদ, ১২ জানুয়ারি (হি.স.): পুকুরের জলে ডুবে মৃত্যু হল দু'বছরের এক শিশুর। সোমবার সকালে হরিহরপাড়ার শিবনগর গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, এ দিন সকালে বাড়ির পাশে একটি পুকুরের ধারে খেলা করছিল ওই শিশু। খেলতে খেলতে সে পুকুরে পড়ে যায়। ওই শিশুটির পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বহড়ান প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া|
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ