হাইলাকান্দিতে পড়ুয়াদের স্কুটি ও ট্যাবলেট পিসি বণ্টন, আশাকর্মীদের সংবর্ধনা
হাইলাকান্দি (অসম), ১২ জানুয়ারি (হি.স.) : হাইলাকান্দি জেলার ১২৯ জন ছাত্রীকে স্কুটি, ৫৬ জন ছাত্রীকে ট্যাবলেট পিসি বণ্টনের সূচনা করেছেন সাংসদ কৃপানাথ মালা। আজ সোমবার হাইলাকান্দির এসএস কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে এছাড়া ১৮ জন কৃতী আশাকর্মীকে সংবর্ধনা এব
হাইলাকান্দিতে সরকারি স্কুটি বণ্টন


পড়ুয়াদের হাতে ট্যাবলেট পিসি প্রদান


আশা কর্মীদের সংবর্ধনা


হাইলাকান্দি (অসম), ১২ জানুয়ারি (হি.স.) : হাইলাকান্দি জেলার ১২৯ জন ছাত্রীকে স্কুটি, ৫৬ জন ছাত্রীকে ট্যাবলেট পিসি বণ্টনের সূচনা করেছেন সাংসদ কৃপানাথ মালা। আজ সোমবার হাইলাকান্দির এসএস কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে এছাড়া ১৮ জন কৃতী আশাকর্মীকে সংবর্ধনা এবং আটজন অবসরপ্রাপ্ত আশাকর্মীকে ২ লক্ষ টাকার এককালীন অর্থের চেক তুলে দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রদত্ত ভাষণে সাংসদ কৃপানাথ মালা বলেন, বর্তমান সরকারের আমলে পড়ুয়াদের বিনামূল্যে ভর্তির সুযোগ দেওয়া হচ্ছে। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে নানা কল্যাণমূলক প্রকল্প নেওয়ার ফলে দেশের শীর্ষ কয়েকটি রাজ্যের মধ্যে অসম এগিয়ে চলেছে।

সভায় জেলা কমিশনার অভিষেক জৈন বলেন, মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার নেতৃত্বে হাইলাকান্দি জেলাও বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। সভায় স্বাগত ভাষণে এসএস কলেজের অধ্যক্ষ রতন কুমার জানান, ২০২৪ সালে জেলায় ৭৫৪ জন হায়ার সেকেন্ডারি উত্তীর্ণ পড়ুয়া প্রজ্ঞান ভারতী প্রকল্পের অধীনে বাণীকান্ত কাকতি পুরস্কারের জন্য স্কুটি পেলেও এ বছর, অর্থাৎ ২০২৫ সালে ১২৯ জন স্কুটি পেয়েছেন। পুরস্কার পাওয়ার সংখ্যা কমে যাওয়ার কারণ, ২০২৫ সালে যারা নিযুত মইনা প্রকল্পের জন্য মনোনীত হয়েছেন তাদের আশি শতাংশ নম্বর থাকলেও স্কুটি দেওয়া হচ্ছে না। অর্থাৎ যারা স্কুটি পেয়েছেন তাদেরকে নিযুত মইনা প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়নি।

উল্লেখ্য, নিযুত মইনা প্রকল্পে হায়ার সেকেন্ডারির পড়ুয়াদের ১ হাজার টাকা, স্নাতক পড়ুয়াদের ১,২৫০ এবং স্নাতকোত্তর পড়ুয়াদের আড়াই হাজার টাকা করে মাসে দেওয়া হচ্ছে। সভায় আরও জানানো হয়েছে, স্নাতক প্রথম সেমিস্টারের ছাত্রদের জন্য নিযুত বাবু নামের একটি প্রকল্প শীঘ্রই চালু করা হবে। দারিদ্র্যসীমার নীচে বসবাসকারী ছাত্র এবং যাদের অভিভাবকের আয় বছরে চার লক্ষের নীচে তারাই এই প্রকল্পের জন্য মনোনীত হবেন বলে জানানো হয়।

অনুষ্ঠানে ১০ জন ছাত্রছাত্রীকে স্কুটি, ১০ জনকে ট্যাবলেট পিসি, পাঁচজন আশা কর্মীকে সংবর্ধনা এবং আরও পাঁচজন অবসরপ্রাপ্ত আশাকর্মীকে তাঁদের অবসরকালীন এককালীন ভাতা হিসাবে ২ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, হাইলাকান্দি জেলায় সংবর্ধনাপ্রাপ্ত ১৮ জন কৃতী আশা কর্মীকে শংসাপত্র, মোমেন্টো এবং এককালীন ১,৫০০ টাকার চেক দেওয়া হবে। অবসরপ্রাপ্ত আটজন আশা কর্মীকে ২ লক্ষ টাকার চেক দেওয়া হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিজেপি নেত্রী মুন স্বর্ণকার প্রাসঙ্গিক বক্তব্য পেশ করেন। অন্য বহুজনের সঙ্গে উপস্থিত ছিলেন হাইলাকান্দির পুরপতি মানব চক্রবর্তী।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande