কদমতলায় পুলিশ ও বিএসএফ-এর যৌথ অভিযানে ২০ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১
কদমতলা (ত্রিপুরা), ১২ জানুয়ারি (হি.স.) : উত্তর ত্রিপুরা জেলায় পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। এই ঘটনায় একজন অভিযুক্ত মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, র
ত্রিপুরা পুলিশ


কদমতলা (ত্রিপুরা), ১২ জানুয়ারি (হি.স.) : উত্তর ত্রিপুরা জেলায় পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। এই ঘটনায় একজন অভিযুক্ত মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার গভীর রাতে কদমতলা থানা এলাকার ভারত–বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়। বিএসএফ-এর ৯৭ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা মধ্যরাতে ইয়াকুবনগর সীমান্ত ফাঁড়ির কাছে ইচাই পার গ্রামের বাসিন্দা তাজ উদ্দিনের বাড়িতে এক সন্দেহভাজন ব্যক্তিকে প্রবেশ করতে দেখতে পান। মাদক পাচারের সম্ভাবনা আঁচ করে বিএসএফ সঙ্গে সঙ্গে কদমতলা থানাকে বিষয়টি জানায়।

এরপর পুলিশ ও বিএসএফ জওয়ানদের একটি যৌথ দল ওই বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় বাড়ির মালিক তাজ উদ্দিন পালিয়ে যেতে সক্ষম হলেও, নাজিম উদ্দিন নামে অপর এক ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তী তল্লাশিতে বাড়ি থেকে ১০টি প্যাকেটে ভরা মোট ১,৯২৯টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় ২০ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ।

এছাড়াও ঘটনাস্থল থেকে চারটি মোবাইল ফোন, ভারতীয় মুদ্রায় ৭৭,৯১০ টাকা এবং বাংলাদেশি মুদ্রায় ১,৫৭৭ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেফতাররকৃত নাজিম উদ্দিন ধর্মনগর থানা এলাকার ভাগ্যপুর গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং শখাই মিয়ার ছেলে বলে জানা গেছে।

কদমতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আর এম সাংমা জানান, অভিযুক্তের বিরুদ্ধে এনডিপিএস আইনের প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক তাজ উদ্দিনকে গ্রেফতারের চেষ্টা চলছে। পাশাপাশি এই ঘটনার সঙ্গে কোন বৃহত্তর মাদক পাচার চক্রের যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত জোরদার করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande