
কলকাতা, ১২ জানুয়ারি (হি.স.): বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন গঙ্গাসাগরগামী বাসের যাত্রীরা। সোমবার ভোরে কলকাতার রেড রোডের কাছে মালবোঝাই একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ওই যাত্রিবাহী বাসের মুখোমুখি চলে আসে। যদিও শেষ মুহূর্তে লরিচালকের তৎপরতায় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। তবে লরিটি রাস্তার পাশের একটি বাতিস্তম্ভে ধাক্কা মারে। লরির চালকের কেবিনের দরজা কেটে লরির চালককে উদ্ধার করা হয়| আহত অবস্থায় চিকিৎসার জন্য তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যায় পুলিশ।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ