
বেঙ্গালুরু, ১২ জানুয়ারি (হি.স.): বেঙ্গালুরুতে এক ডাক্তারি ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুতে কলেজের অধ্যক্ষ-সহ পাঁচ জন শিক্ষকের বিরুদ্ধে মানসিক নির্যাতন করার অভিযোগ দায়ের হল। সোমবার সকালে বাড়ি থেকেই উদ্ধার হয় দন্তচিকিৎসার ওই ছাত্রীর দেহ। মৃতের মা থানায় জানিয়েছেন, কলেজের শিক্ষকদের মানসিক নির্যাতনের জেরেই আত্মহত্যা করেছেন তাঁর মেয়ে। গায়ের রং, পোশাক নিয়ে ছাত্রীকে একাধিক বার শিক্ষকেরা হেনস্থা করেছেন। এমনকি নানা গুরুত্বপূর্ণ আলোচনাসভা থেকেও তাঁকে বাদ দেওয়া হয়েছিল বলে অভিযোগ ছাত্রীর মায়ের।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ