
শিলিগুড়ি, ১২ জানুয়ারি (হি. স. ) : সোমবার শিলিগুড়ি শহর এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল। একদিকে স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মজয়ন্তী এবং অন্যদিকে শিলিগুড়ি পুরনিগমের গৌরবময় ৭৫তম প্রতিষ্ঠা দিবস, এই উপলক্ষে এদিন শহরে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। সকাল থেকেই গোটা শহর এক উৎসবমুখর পরিবেশে সেজে ওঠে।
এদিন সকালে বাঘাযতীন পার্ক থেকে এই বিশাল শোভাযাত্রাটি শুরু হয়। হিলকার্ট রোড পরিক্রমা করে মিছিলটি বিবেকানন্দ মোড় অর্থাৎ ঝংকার মোড়ে গিয়ে শেষ হয়। শোভাযাত্রার সামনের সারিতে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, শিলিগুড়ির পুলিশ কমিশনার সি. সুধাকর, রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীবৃন্দ, পুরনিগমের পদস্থ আধিকারিক ও জনপ্রতিনিধিগণ।
এছাড়াও শহরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে এই শোভাযাত্রায়। অংশগ্রহণকারীদের হাতে ছিল স্বামীজির প্রতিকৃতি, সুসজ্জিত ব্যানার এবং তাঁর অমূল্য বাণীর প্ল্যাকার্ড।
এদিন শোভাযাত্রা শেষে বিবেকানন্দ মোড়ে স্থাপিত স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান শেষে এক সংক্ষিপ্ত ভাষণে মেয়র গৌতম দেব বলেন, স্বামী বিবেকানন্দের আদর্শ ও দর্শন আজও যুবসমাজকে অনুপ্রাণিত করে এবং সঠিক পথের দিশা দেখায়। তাঁর আদর্শেই আমাদের এগিয়ে যেতে হবে।
একইসঙ্গে শিলিগুড়ি পুরনিগমের ৭৫ বছরের দীর্ঘ পথচলার কথা উল্লেখ করে তিনি বলেন যে, এই সফরটি শহরের সামগ্রিক উন্নয়ন এবং প্রগতির এক জীবন্ত সাক্ষী।
পুরো অনুষ্ঠানটিকে কেন্দ্র করে শহরবাসীর মধ্যে প্রবল উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বিবেকানন্দের আদর্শ প্রচারের পাশাপাশি পুরনিগমের এই প্লাটিনাম জয়ন্তীর সূচনা শিলিগুড়ির ইতিহাসে এক নতুন মাত্রা যোগ করল।
হিন্দুস্থান সমাচার / সোনালি