
কলকাতা, ১২ জানুয়ারি (হি.স.): আবারও নামবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রার পারদ। পৌষ সংক্রান্তিতে জাঁকিয়ে ঠান্ডা থাকবে গোটা রাজ্যেই, থাকবে কুয়াশাও। সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি কম। এদিনও শহর ও শহরতলিতে শীতের আমেজ অনুভূত হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, দক্ষিণবঙ্গে আগামী দু’দিন রাতের বা সর্বনিম্ন তাপমাত্রা নামবে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। তার পরের চার থেকে পাঁচ দিন সেই তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। উত্তরবঙ্গে আগামী সাত দিন সর্বনিম্ন তাপমাত্রার কোনও হেরফের হবে না। অর্থাৎ সেখানে শীত থাকবে কনকনে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের সব জেলায় থাকবে কুয়াশার দাপট।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ