
শিমলা, ১২ জানুয়ারি (হি.স.): হিমাচল প্রদেশের সোলান জেলার আর্কি এলাকায় পুরোনো বাস স্ট্যান্ডের কাছে অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছেন সাত বছর বয়সি এক নাবালকের। পুলিশ জানায়, ররিবার রাতে রাষ্ট্রায়ত্ত একটি ব্য়াঙ্কের শাখার সামনে আচমকা আগুন লাগে। বহু দোকান পুড়ে যায়। অর্কি, সোলান, নালাগড়, শিমলা থেকে দমকলের ইঞ্জিন গিয়ে আগুন আয়ত্তে আনে। আগুনে ব্যাঙ্কের শাখাতেও ছড়িয়ে পড়ে বলে সূত্রের খবর। এই অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে এক নাবালকের। আগুন কীভাবে লাগল, তা খতিয়ে দেখছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ